প্রধান বিচারপতিকে নিয়ে কুরুচিকর পোস্ট ! গ্রেফতার ১
শেষ আপডেট: 12th September 2024 17:22
দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বিরুদ্ধে ফেসবুকে কুরুচিকর মন্তব্য করে গ্রেফতার এক যুবক। সুমিত কুণ্ডু নামে ওই যুবক বারাসতের বাসিন্দা। বুধবার রাতে তাকে গ্রেফতার করা হয়।
আরজি কর কাণ্ড নিয়ে উত্তাল গোটা রাজ্য। বিচারের দাবিতে রাস্তায় মানুষ ও জুনিয়ার ডাক্তাররা। গত ৯ অক্টোবর ডাক্তারি পড়ুয়াকে ধর্ষণ ও খুনের ঘটনা সামনে আসার পরেই মেডিক্যাল দুর্নীতির ঘটনাও প্রকাশ্যে এসেছে। ধর্ষণ ও খুনের মামলার তদন্তভার এখন সিবিআইয়ের হাতে। মামলা চলছে সুপ্রিম কোর্টে। এখনও পর্যন্ত দুবার মামলার শুনানি হয়েছে। কিন্তু দ্বিতীয় শুনানির দিন পিছিয়ে যায়। প্রধান বিচারপতি অসুস্থ হয়ে পড়ায় মামলার শুনানি পিছিয়ে যায়। এতে ক্ষুব্ধ হয়েছিলেন আন্দোলনকারীরা। এরপরে ফের রাত দখলের ডাক দেন। এরপর থেকে সুপ্রিম কোর্টের বিচারপতি আচরণ নিয়ে বহু প্রশ্ন উঠেছে।
এই ঘটনা নিয়ে সম্প্রতি নিজের ফেসবুক ওয়ালে একটি বিতর্কিত পোস্ট করেছিলেন সুমিত কুণ্ডু। তিনি দেশের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় ও তাঁর স্ত্রী কল্পনা দাসের বিরুদ্ধে কুরুচিকর পোস্ট করেন। সেখানে তিনি লেখেন, " সুপ্রিম কোর্টের মহামান্য বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বর্তমান স্ত্রী কল্পনা দাস। এই কল্পনা দাস আবার বর্তমান স্বাস্থ্য দফতরের উত্তরবঙ্গ লবির অন্যতম কর্তা ডাক্তার এসপি দাসের ভাইজি। তাহলে বর্তমান পরিস্থিতি সকলেই অনুধাবন করছেন, তাই সুপ্রিম কোর্টের এই বেঞ্চের কাছ থেকে কোনও সদর্থক বিচার আশা করা যায় না বললেই চলে।"
এই পোস্ট বারাসত পুলিশের নজরে আসতেই তারা ওই যুবকের বিরুদ্ধে ব্যবস্থা নেয় পুলিশ। ওই যুবককে খুঁজে বের করে থাকে গ্রেফতার করে। সোশ্যাল মিডিয়ায় কেন এমন পোস্ট করলেন সুমিত, সে বিষয়ে কোনও উত্তর দেয়নি ওই যুবক। ববং সাংবাদিকদের ক্যামেরার সামনে মুখ লুকাতে থাকেন।