শেষ আপডেট: 23rd January 2025 14:56
দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: নোয়াপাড়া থানার যে ঘরটিতে বন্দি হিসেবে রাখা হয়েছিল নেতাজিকে, সেই ঘরেই বৃহস্পতিবার তাঁর জন্মদিনে উদ্বোধন হল লাইব্রেরির।
১৯৩১ খ্রিস্টাব্দে ১১ অক্টোবর বিকেল ৫ টার সময় তৎকালীন ইংরেজ সরকারের পুলিশ জগদ্দল গোলঘরে অনুষ্ঠিত বঙ্গীয় পাটকল শ্রমিক সম্মেলনে যোগ দিতে যাওয়ার সময় চৌরঙ্গী কালীবাড়ি মোড় থেকে গ্রেফতার করেছিল সুভাষচন্দ্র বসুকে। তারপরে নোয়াপাড়া থানায় কয়েক ঘণ্টার জন্য আটক রাখা হয়েছিল তাঁকে। নেতাজি শ্রমিক সংগঠনের সভায় বক্তব্য রাখলে শ্রমিকরা ব্রিটিশ সরকারের বিরুদ্ধে ক্ষেপে উঠবে এই আশঙ্কাতেই পথ আটকে ছিলেন ইন্সপেক্টর ম্যাকেঞ্জি। সুভাষচন্দ্র বোসকে আটক করে নিয়ে আসা হয় নোয়াপাড়া থানায়। তাঁকে বন্দি করে রাখা হয় ৮ ফুট বাই দশ ফুটের একটি ঘরে। অবশেষে শ্রমিকদের সভায় বক্তব্য রাখবেন না এমন মুচলেকা দিয়েই ছাড়া পান সুভাষচন্দ্র বোস।
আজ সারা রাজ্যে মহা সমারোহে পালিত হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন। ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের অধীন নোয়াপাড়া থানাতেও বিশেষ মর্যাদায় পালিত হচ্ছে দিনটি। সুভাষচন্দ্র বসুকে যে ঘরে আটকে রেখেছিল ব্রিটিশ সরকার নোয়াপাড়া থানার সেই ঘরটি স্বাধীনতার পর সরকারের পক্ষ থেকে সংরক্ষণ করা হয়। ২০১১ সালে রাজ্যে নতুন সরকার আসার পর সুভাষচন্দ্র বসুর স্মৃতি বিজরিত সেই ঘরকে নতুনভাবে সাজিয়েও তোলা হয়।
নেতাজির স্মৃতিকে সাধারণ মানুষের মধ্যে আরও বেশি করে বাঁচিয়ে রাখতে ও এই থানা যে তাঁর স্মৃতি বিজড়িত তা এলাকার ছাত্রছাত্রীদের মনে করিয়ে দিতে নোয়াপাড়া থানায় উদ্বোধন হল একটি গ্রন্থাগারের। যে ঘরে তাঁকে আটক রাখা হয়েছিল সেখানেই এই গ্রন্থাগারের উদ্বোধন করলেন ব্যারাকপুরের পুলিশ কমিশনার আলোক রাজোরিয়া। ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের এই উদ্যোগে খুশি এলাকার মানুষ।