শেষ আপডেট: 21st January 2025 18:47
দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: বাঘাযতীনের ঘটনা থেকে শিক্ষা নেয়নি কেউ। ফের নির্মীয়মাণ হেলে যাওয়া বাড়ি সোজা করতে আবার হাইড্রোলিকের ব্যবহার। এবার অবশ্য আটকে দিল কামারহাটি পুরসভা।
কামারহাটি পুরসভার ৭ নম্বর ওয়ার্ড ধলিয়াবাগান এলাকা। বেশ কিছুদিন ধরে একটি বহুতল ভবন তৈরি হচ্ছিল এখানে। কিছুদিন আগে লক্ষ্য করা যায় চারতলা বাড়িটি হেলে পড়েছে। অভিযোগ, এরপরেই প্রমোটার এক কোম্পানির সঙ্গে চুক্তি করে। সেই কোম্পানি হাইড্রোলিক লাগিয়ে হেলে যাওয়া বাড়িটিকে সোজা করার কাজ শুরু করেছিল। খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছয় কামারহাটি পুরসভার আধিকারিকরা। পুর চেয়ারম্যান কাজ বন্ধ করার নির্দেশ দেন।
আতঙ্কিত এলাকার বাসিন্দারা দাবি করেন ওই এলাকায় বাড়ি করতে গেলে সয়েল টেস্ট অবশ্যই দরকার। কেউ কোনও টেস্ট না করেই বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় বাড়ি তৈরি করে ফেলছেন। আর এতেই বিপদ বাড়ছে মানুষের। যে কোনও সময় ওই বাড়িটি পড়ে গিয়ে বড়সড়ো দুর্ঘটনা ঘটতে পারত।
ঠিক সাতদিন আগে গত মঙ্গলবার দুপুর ১টা নাগাদ বাঘাযতীন লাগোয়া বিদ্যাসাগর কলোনিতে বিকট শব্দ শুনে পথে বেরিয়ে আসেন এলাকার লোকজন। বেরিয়ে যে দৃশ্য দেখেন, রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েন তাঁরা। দেখতে পান চারতলা একটা ফ্ল্যাটবাড়ি, যার বয়স খুব বেশি হলে ১০ বছর, একেবারে হেলে রয়েছে পাশের বাড়ির উপর।
বাসিন্দারা জানান, যেখানে ফ্ল্যাট, বছর দশের আগে সেখানে নর্দমা ছিল। তা বুজিয়েই গড়ে ওঠে ওই বহুতল। বেশ কয়েক মাস ধরেই এই বহুতলটি হেলে গিয়েছে। হরিয়ানার একটি সংস্থাকে দিয়ে বহুতলটি সোজা করানোর কাজ চলছিল। এলাকার লোকজন দাবি করেন, হেলে থাকা বহুতলের লিফ্টিংয়ের কাজ করানোর সময়ই বিপত্তি ঘটে। এবার একই ধরণের ঘটনা ঘটল কামারহাটিতে। তবে এবার পুরসভা আগে থেকে তৎপর হওয়ায় বড় বিপত্তি রুখে দেওয়া গেছে।