শেষ আপডেট: 14th November 2024 12:33
দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: জন্মদিনের পার্টিতে মদ খাইয়ে এক নাবালিকাকে একাধিকবার ধর্ষণের অভিযোগ উঠল এলাকারই যুবকের বিরুদ্ধে। ঘটনা জানাজানি হতেই আলোড়ন পড়ে গাইঘাটায়। এই ঘটনায় প্রদীপ ঘরামি নামে ওই যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
নির্যাতিতার পরিবারের দাবি, বেশ কিছুদিন ধরে মেয়ের পিছু করছিল প্রদীপ। গত রবিবার তার সঙ্গে বন্ধুত্ব করতে চেয়ে ফোন নম্বর নেয়। এরপর রবিবার বিকেলেই ফোন করে নাবালিকাকে সে জানায়, এক বন্ধুর বাড়িতে জন্মদিনের পার্টি। তাকে নিয়ে যেতে চায়। রাজি হয়ে যায় নাবালিকা।
পরিবারের লোকজন জানান, ওইদিন সন্ধ্যায় নাবালিকাকে নিয়ে এক বন্ধুর বাড়িতে যায় সে। সেখানে নাবালিকাকে মদ্যপান করায়। অচৈতন্য হয়ে পড়লে প্রদীপ তাকে দফায় দফায় ধর্ষণ করে। এমনকী সেকথা কাউকে জানালে তাকে ও তার মাকে খুন করবে বলে হুমকিও দেয় প্রদীপ।
নাবালিকার পরিবারের দাবি, ভয়ে দু'দিন ঘটনার কথা কাউকে কিছু বলতে পারেনি সে। কিন্তু তার চোখমুখ দেখে তাদের সন্দেহ হয়। বারবার তারা জিজ্ঞাসাও করেন। বুধবার ভেঙে পড়ে সে। ঘটনার কথা পরিবারের লোকেদের খুলে বলে। এরপরেই গাইঘাটা থানায় অভিযোগ দায়ের করে পরিবারের লোকজন। তারপরেই গ্রেফতার করা হয় প্রদীপ ঘরামিকে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, নির্যাতিতা নাবালিকার শারীরিক পরীক্ষা করানো হয়েছে। ধৃতকে বৃহস্পতিবার বনগাঁ আদালতে পেশ করা হবে।
গত ২ নভেম্বর গাইঘাটায় টিউশন পড়ে ফেরার সময় এক দশম শ্রেণির নাবালিকাকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে এক দুষ্কৃতী। তার পর ফের একই অভিযোগ এল গাইঘাটা থেকে। বারবার এমন ঘটনায় গাইঘাটা থানা এলাকায় নাবালিকাদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছেন অভিভাবকরা।