শেষ আপডেট: 2nd December 2024 12:36
দ্য ওয়াল ব্যুরো: শীত পড়েছে। মনটা এখন সকলেরই পিকনিক-পিকনিক করছে। ইতিমধ্যে অনেক জায়গায় শুরুও হয়ে গেছে বনভোজন। তবে দক্ষিণ ২৪ পরগনার মগরাহাট থানা এলাকার শ্যামনগরে এমন এক পিকনিক চলাকালীনই ঘটেছে মারাত্মক ঘটনা। এক ব্যবসায়ীকে মারা হয় ছুরির কোপ! গুরুতর জখম অবস্থায় তাঁকে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়।
রবিবার রাতে শ্যামনগরের একটি ক্লাবে পিকনিকের আয়োজন করা হয়েছিল। ক্লাবের সদস্যরা তো বটেই, স্থানীয় বাসিন্দারাও পিকনিকে যোগ দিয়েছিলেন। আনন্দের মাঝেই হঠাৎ এক ব্যক্তি চিৎকার করতে করতে পিকনিকের জটলার মাঝে ছুটে আসতে থাকেন। সকলে তাকিয়ে দেখেন তাঁর গলা দিয়ে গলগল করে রক্ত বেরোচ্ছে, শরীর রক্তাক্ত হয়ে গেছে! সঙ্গে সঙ্গে তাঁকে উদ্ধার করে স্থানীয় মগরাহাট গ্রামীণ হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। পরে তাঁকে ডায়মন্ড হারবার মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে। তাঁরা জানতে পেরেছে, আক্রান্ত ব্যক্তির নাম হাসিবুল মোল্লা। তিনি পেশায় মাংস বিক্রেতা। তাঁর গলার নলিতে আঘাত করা হয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান, ওই ব্যক্তিকে খুনের চেষ্টা করা হয়েছে। তবে কী কারণে এই ঘটনা তা এখনও পর্যন্ত নিশ্চিতভাবে বলতে পারছেন না তদন্তকারী অফিসাররা। তবে মনে করা হচ্ছে, ব্যক্তিগত বা ব্যবসায়িক শত্রুতার জেরে এই ঘটনা হতে পারে।
গলায় গুরুতর চোট পাওয়ার কারণে ঠিকমতো কথা বলতে পারছেন না হাজিবুল। তাই তাঁর থেকে প্রয়োজন মতো বয়ান এখনও নিতে পারেনি পুলিশ। তবে যেটুকু তিনি জানাতে পেরেছেন তাতে স্পষ্ট হচ্ছে শত্রুতার বিষয়টি। তবে এই হামলায় কারা জড়িত বা কজন জড়িত তা এখনও জানা যায়নি। কোনও গ্রেফতারিও হয়নি।