শেষ আপডেট: 11th February 2025 17:37
দ্য ওয়াল ব্য়ুরো, উত্তর ২৪ পরগনা: রহস্যজনকভাবে উধাও হয়ে গেল হালিশহর বাতাসা পাড়ার বাসিন্দা এক মাধ্যমিক পরীক্ষার্থী। বরাবরই মেধাবী হিসেবেই পরিচিতি ওই ছাত্রের। রবিবার সন্ধেবেলা জেরক্স করানোর জন্য বাড়ি থেকে বেরিয়েছিল সে। তারপর আর বাড়ি ফিরে আসেনি।
স্কুলের বরাবরই ব়্যাঙ্ক করে ওই ছাত্র। তাই মেধাবী হিসেবেই পাড়ার লোক চেনেন তাঁকে। পরিবার সূত্রে জানা গেছে, রবিবার সন্ধেবেলা সে তার মাকে জানায় ইতিহাসের উত্তরপত্র জেরক্স করাতে হবে। তাই মায়ের থেকে ১০ টাকা নিয়ে সাইকেলে বাজারের দিকে যায়। কিন্ত রাত হয়ে গেলেও আর বাড়ি ফেরেনি সে। উদ্বিগ্ন হয়ে পড়েন পরিবারের লোকজন। কান্নাকাটি শুরু করেন মা।
ওই ছাত্রের মা বলেন, "আমার থেকে ১০ টাকা চাওয়ায় বলেছিলাম ওই টুকু টাকায় কি হবে, না আরেকটু বেশি টাকা দেব। বলল দুটো মাত্র পাতা, ওতেই হবে। এরপর সাইকেল নিয়ে বেরিয়ে যায়। সন্ধে পেরিয়ে রাত হয়ে গেল। কেটে গেল আরও দুটো দিন। কিন্তু বাড়িতেই এল না। কোথায় কীভাবে রয়েছে জানি না। তবে পরীক্ষার ভয়ে ও পালানোর ছেলে নয়। মনে হয় কেউ শত্রুতা করে ওকে আটকে রেখেছে। ভাল ছাত্র ছিল।"
মেধাবী ওই ছাত্র নিখোঁজ হওয়ার পর থেকে আত্মীয়-বন্ধুদের বাড়িতে খবর নেন পরিবারের লোকজন। কিন্তু খোঁজ না পেয়ে বীজপুর থানার দ্বারস্থ হন। পুলিশ জানিয়েছে, রবিবার সিসিটিবি ফুটেজে নিজের পাড়াতেই তাকে শেষ দেখা গিয়েছিল। তারপর থেকেই সে বেপাত্তা তার কয়েকজন বন্ধুর সঙ্গেও কথা বলেছে পুলিশ । কিন্তু কোনও সূত্র মেলেনি। কেন এভাবে নিখোঁজ হয়ে গেল মেধাবী এই ছাত্র, ভাবাচ্ছে পড়শিদেরও।