শেষ আপডেট: 1st September 2024 21:52
দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: নাবালিকার উপর যৌন নির্যাতনের অভিযোগে উত্তপ্ত হয়ে উঠেছিল মধ্যমগ্রাম। মূল অভিযুক্ত আব্দুল রোবকে সহ পঞ্চায়েত সদস্য আবদুল হাফিজকে গ্রেফতার করা হয়েছিল। রবিবার দুপুরে তাদের বারাসাত আদালতে তোলা হয়। মূল অভিযুক্তকে তিন দিনের পুলিশি হেফাজত ও পঞ্চায়েত সদস্যকে তিন দিনের জেল হেফাজতে রাখার নির্দেশ দেন বিচারক।
পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে অভিযোগ, ঘটনার পর নির্যাতিতার পরিবার ও আব্দুর রোব নিয়ে সালিশি সভা বসিয়ে ছিলেন আব্দুল হাফিজ। সেখানে ঘটনা ধামাচাপা দিতে দু'পক্ষকে মীমাংসা করে নেওয়ার জন্য পরামর্শ দেন। আগামী ৪ সেপ্টেম্বর দুজনকে আদালতে তোলা হবে।
এদিন পঞ্চায়েত সদস্যের স্ত্রী দাবি, তাঁরা গ্রামবাসীর জন্য ভালো কাজ করে। সিপিএম তাঁর স্বামীর বিরুদ্ধে মিথ্যে অভিযোগে ফাঁসিয়েছে।
ওই মহিলা জানিয়েছেন, ঘটনার পর ওই নাবালিকা বাড়িতে গিয়েছিলেন তাঁর স্বামী। সেখানে পরিবারে সঙ্গে কথা বলে পুলিশকে ডেকে পাঠিয়েছিলেন। তার আগেই অভিযুক্ত পালিয়ে গেছিল। তার পর অভিযুক্তকে বের করা হয়। এদিকে সিপিএমকর্মীরা তাদের বাড়িতে মিথ্যে অপবাদ দিয়ে ঢিল ছোড়ে। নির্যাতিতা বাড়িতে তাঁর স্বামী যাওয়ার পরে আইসিও উপস্থিত ছিলেন।
মধ্যমগ্রামে বছর ৭ এর নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ। বিচার চেয়ে পথে নামলেন গ্রামবাসীরা। আশেপাশের দোকানপাট ভেঙে বিক্ষোভ দেখায় স্থানীয়রা। পরিস্থিতি সামাল দিতে লাঠিচার্জ করে পুলিশ। চালানো হয় কাঁদানে গ্যাসও।