শেষ আপডেট: 19th September 2024 13:07
দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: আরজি কর কাণ্ডের পর জুনিয়র ডাক্তারদের দাবি মেনে রাজ্যের প্রত্যেকটি হাসপাতাল ও মেডিক্যাল কলেজের নিরাপত্তা সুনিশ্চিত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। বৃহস্পতিবার সকালে ধাক্কা খেল সেই উদ্যোগ।
এদিন বারাসত মেডিকেল কলেজে হাসপাতালের পিছন দিকে একটি যাতায়াতের রাস্তা বন্ধ করে দেওয়ার উদ্যোগ নেয় প্রশাসন। তারপরেই ক্ষোভে ফেটে পড়েন এলাকার মানুষ। তাঁদের দাবি, দীর্ঘ ৫০ বছর ধরে এই রাস্তা দিয়ে হাসপাতালে যাতায়াত করেন তাঁরা। এটি বন্ধ হলে অনেকটা রাস্তা ঘুরে তবে হাসপাতালে আসতে হবে তাঁদের।
আরজি কর কাণ্ডের পর কর্মবিরতিতে সামিল জুনিয়র ডাক্তারদের বিভিন্ন দাবির মধ্য়ে অন্যতম হল কর্মস্থলে তাঁদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। জুনিয়র ডাক্তারদের এই দাবি যে যথার্থ তা স্বীকার করেছে প্রশাসনও। বিভিন্ন সরকারি হাসপাতালে তারজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানানো হয়েছে। বারাসত হাসপাতালেও শুরু হয়েছে সেই কাজ।
নিরাপত্তার কারণেই প্রশাসন বারাসত হাসপাতালের পিছনদিকের একটি রাস্তা বন্ধের উদ্যোগ নেয়। কিন্তু এলাকাবাসীর বাধায় সেই কাজ থমকে যায়। এলাকার মানুষ জানান, এই রাস্তাটি বন্ধ হলে তাদেরকে প্রায় তিন কিলোমিটার ঘুরে মুমূর্ষু রোগীকে নিয়ে হাসপাতালে পৌঁছতে হবে। সেটা কোনওভাবেই মেনে নেবেন না তাঁরা। শুরু হয় বিক্ষোভ। পরিস্থিতির চাপে আপাতত কাজ বন্ধের সিদ্ধান্ত নেয় জেলা প্রশাসন।