'ভাই' ম্যানগ্রোভকে ফোঁটা দিলেন মহিলারা
শেষ আপডেট: 5th November 2024 08:04
দ্য ওয়াল ব্যুরো: আগলে রাখার অঙ্গীকার। রক্ষা করার শপথ। ম্যানগ্রোভ যেন ভাইয়ের মতো। সারাবছর সমস্ত প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা করে স্থানীয়দের। তাই ভাইফোঁটার দিন ম্যানগ্রোভ গাছদের ফোঁটা দিলেন গ্রামের মহিলারা।
কুলতলি বিধানসভার গোপালগঞ্জ এলাকায় প্রায়ই ম্যানগ্রোভ গাছ কেটে মাছের ভেড়ি তৈরির খবর আসে। চলতি বছরে সেখানে ৮ থেকে ১০টি জায়গায় নদীর পাড়ের ম্যানগ্রোভ কেটে তৈরি হয়েছে ভেড়ি থেকে বাড়ি-ঘড়।
কিন্তু এবার খানিকটা অন্য রকম ছবি দেখা গেল কুলতলির গোপালগঞ্জ এলাকায়। ভাইফোঁটার দিনে গাছকেই ফোঁটা দিলেন গ্রামের মহিলারা।
গোপালগঞ্জ গ্রাম পঞ্চায়েতের প্রধান বিনতা হালদারের কথায়, 'বিপদে ভাই যেমন বোনেদের রক্ষা করে, তেমনই ম্যানগ্রোভ বিভিন্ন সময় প্রাকৃতিক দুর্যোগ থেকে ভাইয়ের মতো আমাদের রক্ষা করে।'
তিনি আরও বলেন, 'ম্যানগ্রোভকে বাঁচিয়ে রাখাও আমাদের কর্তব্য। সুন্দরবনের সমস্ত ম্যানগ্রোভ গাছ আমাদের ভাই। ভাইফোঁটার দিন সেই কারণেই আমরা গ্রামের মহিলারা আমাদের ভাইকে ফোঁটা দিলাম।'
এদিকে ভাইফোঁটার দিন অন্য রকম ঘটনার সাক্ষী থেকেছে খাস কলকাতাও। ট্রামপ্রেমী নাগরিকরা সকাল সকাল ধর্মতলা ট্রাম ডিপোয় ট্রামে ফোঁটা দেন। তাঁদের বিশ্বাস মানুষের শরীরে যেমন প্রাণবায়ু আছে, তেমনই কলকাতার শরীরে প্রাণবায়ু, কলকাতার ঐতিহ্য এই ট্রাম।