শেষ আপডেট: 15th July 2024 13:48
দ্য় ওয়াল ব্যুরো, দক্ষিণ ২৪ পরগনা: প্রতারণায় অভিযুক্ত এক ব্যক্তিকে গ্রেফতার করতে গিয়ে গ্রামবাসীদের হামলার মুখে পড়ল পুলিশ। অভিযোগ, মারধর করা হয় কুলতলি থানার পুলিশ কর্মীদের। এমনকি গুলিও ছোড়া হয়। পরে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অভিযুক্ত সাদ্দাম লস্কর পলাতক। তার পরিবারের দুই মহিলাকে আটক করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, নকল সোনার কারবারির বিরুদ্ধে প্রতারণার একাধিক অভিযোগ পেয়ে ওই ব্যক্তির বাড়িতে হানা দেয় পুলিশ। তাকে গ্রেফতার করে নিয়ে আসার সময় পরিবারের লোকজন তাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। পুলিশকে মারধর করে তারা। এক রাউন্ড গুলিও চালায়। এই ঘটনায় সোমবার সকালে তুমুল উত্তেজনা ছড়ায় কুলতলির দুই নম্বর জ্বালাবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের পয়তারহাটে।
এই ডামাডোলের মধ্যেই মূল অভিযুক্ত পালিয়ে যায়। খবর পেয়ে বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে পৌঁছয়। ঘটনাকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা ছড়িয়েছে কুলতলিতে।
পুলিশসূত্রে জানা গেছে, দুই নম্বর জ্বালাবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের পয়তারহাটে নকল সোনা বিক্রির চক্র সক্রিয়। খবর পেয়ে তদন্তে গিয়েছিল পুলিশ। অভিযোগ, ভিড়ের মাঝে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। ওই এলাকায় দুষ্পাপ্য মূর্তি পাচার চক্রও সক্রিয়। দীর্ঘদিন ধরেই নানা অভিযোগ আসছিল। তার ভিত্তিতেই এদিন অভিযান চালায় পুলিশ।