শেষ আপডেট: 27th July 2024 12:20
দ্য ওয়াল ব্যুরো: আড়িয়াদহের মৌসুমি মোড়ে জয়ন্ত সিংহের দুধসাদা বিশাল বাড়ি বেআইনি বলে আগেই জানিয়েছিল কামারহাটি পুরসভা। এবার সেই বাড়িতে নোটিস লাগিয়ে দিল পুরসভা। কেন বাড়িটি ভাঙা হবে না, সেই ব্যাখ্যাও চাওয়া হল।
আড়িয়াদহে এক যুবক ও তাঁর মাকে মারধরের ভিডিও ভাইরাল হতেই প্রকাশ্যে আসে জয়ন্তর নাম। পরবর্তীতে জয়ন্ত ও তার দলবলের একের পর এক কীর্তির ভিডিও ভাইরাল হয়। এই ভিডিওগুলির কোনওটার সত্যতা অবশ্য দ্য ওয়াল যাচাই করেনি। এই ডামাডোলের মধ্যেই মৌসুমি মোড়ে জয়ন্তর দুধসাদা প্রাসাদোপম বাড়িটিও সবার নজরে আসে। কারণ আগে পাড়ার মানুষ জানলেও সেদিকে আঙুল তোলার ক্ষমতা ছিল না কারও।
অভিযোগ, জয়ন্তর তিনতলা বাড়ি পুরসভার অনুমতি ছাড়াই তৈরি হয়েছে। তাই কেন পুরসভার তরফে বেআইনি ওই নির্মাণ ভেঙে ফেলা হবে না, সেই ব্যাখ্যা চাওয়া হয়েছে। কামারহাটি পুরসভার চেয়ারম্যান গোপাল সাহা জানান, জমিটি দিলীপ মুখোপাধ্যায় এবং ননীগোপাল মুখোপাধ্যায়ের নামে। তাঁদের এখনও খোঁজ পাওয়া যায়নি বলেই ওই জমির উপর তৈরি বাড়িতে নোটিস লাগিয়ে দেওয়া হয়েছে। বেঁধে দেওয়া সময়সীমা ৪৮ ঘণ্টার মধ্যে জবাব না পাওয়া গেলে পুর আইন মেনে ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয় মানুষের অভিযোগ, বছর দুই আগে ওই জমিটি জবরদখল করে রাতারাতি সেখানে নির্মাণকাজ শুরু করেন জয়ন্ত। বছর ঘুরতেই তিনতলা দুধসাদা প্রাসাদ তৈরি হয়ে যায়। এই বাড়ির কাছাকাছিই রয়েছে জয়ন্তের পৈত্রিক বাড়ি। একটি খাটালও রয়েছে সেখানে। দুধের ব্যবসা থেকে কীভাবে এত বড় সম্পত্তির মালিক হল জয়ন্ত তা নিয়ে সন্দেহ প্রকাশ করলেও প্রকাশ্যে তা বলার উপায় নেই কারও। তাহলেই জয়ন্তের দলবলের রোষের মুখে পড়তে হত।
মা-ছেলেকে মারধরের ঘটনায় ধৃত জয়ন্ত এখনও জেলে। স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, শাসকদলের একাংশের প্রশ্রয়েই জয়ন্তর এত রমরমা। সেই অভিযোগ ওঠার পরে শাসকদলের অন্তর্দ্বন্দ্বও প্রকাশ্যে আসে।