শেষ আপডেট: 25th September 2024 15:33
দ্য ওয়াল ব্যুরো, দক্ষিণ ২৪ পরগনা: মাঝ সমুদ্র ভাসছিল মৃত মৎস্যজীবীর দেহ। তন্ন তন্ন করে খোঁজ চালালেও পাওয়া যায়নি। অবশেষে পাঁচ দিন পরে বুধবার দেহ উদ্ধার হল নিখোঁজ মৎস্যজীবীর দেহ। বুধবার কাকদ্বীপ মহকুমা হাসপাতালের মর্গে দেহ রাখা হয়। সেখানে মৃতের পরিবার দেহ সনাক্ত করে। ওই মৎসজীবীর নাম পাদুরি দাস। দেহ পরিবার হাতে তুলে দেওয়া হয়েছে।
শুক্রবার ভোর রাতে মাঝ সমুদ্র দুর্যোগের মধ্যে পড়েছিল এফবি বি গোবিন্দ ট্রলার। উত্তাল সমুদ্র ট্রলারটি উল্টে যায়। মোট ১৭ জন মৎস্যজীবী ছিলেন ওই ট্রলারে। ৬ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা সম্ভব হলে বাকিদের খোঁজ পাওয়া যায়নি। রবিবার ট্রলারের কেবিনে ৮ জনের দেহ উদ্ধার হয়। তবে একজনকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। অবশেষে তাঁর দেহ উদ্ধার করা গেল। ফ্রেজারগঞ্জ উপকূল থানার পুলিশ দেহ উদ্ধার করে নামখানা ব্লক হাসপাতালে পাঠায়। জীবিতদের মধ্যে অনেকে এখনও হাসপাতালে চিকিৎধীন রয়েছেন। তাঁদের অবস্থা সঙ্কটজনক।
গত সপ্তাহে এফবি গোবিন্দ ট্রলার নিয়ে সমুদ্র গিয়েছিলেন ১৭ জন মৎস্যজীবী। দুর্যোগে কবলে পড়ে উল্টে যায়। খবর পেয়ে তল্লাশিতে নামে কোস্টাল পুলিশ। হরিপুরের লুথিয়ান দ্বীপে কাছে উদ্ধার করা হয় মৎ্স্যজীবীদের দেহ। জোয়ার থাকায় প্রথমে উদ্ধার কাজে বিঘ্ন ঘটছিল। পরে কেবিনের ভিতর থেকে উদ্ধার হয় ৮ জন মৎস্যজীবীর দেহ।