শেষ আপডেট: 30th September 2024 12:22
দ্য ওয়াল ব্যুরো, দক্ষিণ ২৪ পরগনা: কলেজছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার এক সিভিক ভলান্টিয়ার। রবিবার তাকে আদালতে তোলা হয়। তাকে পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। ঘটনাটি ঘটেছে কাকদ্বীপে পাথরপ্রতিমা থানা এলাকায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, কয়েকদিন আগে ওই পড়ুয়ার কলেজে নবীনবরণ অনুষ্ঠান ছিল। ঘটনার দিন সেই অনুষ্ঠানের যাওয়ার জন্য ওই ছাত্রী বাড়ি থেকে বেরিয়েছিলেন। অভিযোগ, রাস্তায় ওই ছাত্রীকে বাধা দেয় এক সিভিস ভলান্টিয়ার। ছাত্রীকে জোর করে টোটোয় তুলে অন্য জায়গায় নিয়ে যাওয়া চেষ্টা করে অভিযুক্ত। বাধা দিলে ছাত্রীর মোবাইল ও টাকার ব্যাগ ছিনিয়ে নেয়।
এরপরেই পাথরপ্রতিমা থানায় ওই সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ দায়ের করেন ছাত্রী। অভিযোগ পাওয়ার পরেই তদন্তে নামে পুলিশ। ওই সিভিক ভলান্টিয়ারকে গ্রেফতার করে। অভিযুক্তের আইনজীবী জানিয়েছেন, তাঁর মোক্কেলের বিরুদ্ধে শ্লীলতাহানি, ভীতি প্রদর্শন সহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে।
আরজি করের ঘটার পরেও নারী সুরক্ষা নিয়ে একাধিক প্রশ্ন উঠেছে। উৎসবে শুরু প্রাক্কালেও আন্দোলনে সরব গোটা রাজ্যের মানুষ। তবু প্রতিদিন এমন ঘটনা ঘটেই চলেছে।