শেষ আপডেট: 24th November 2024 20:00
দ্য ওয়াল ব্যুরো: উত্তর ২৪ পরগনার অশোকনগরে এক নাবালিকাকে গণধর্ষণের অভিযোগ ওঠে বৃহস্পতিবার। পরিবারের অভিযোগের কয়েক ঘণ্টার মধ্যেই অভিযুক্ত তিনজনকে গ্রেফতার করে পুলিশ। এর মধ্যে কিশোরীর প্রেমিক ও তার বন্ধু নাবালক। আর একজন যুবক বলে পুলিশ জানায়। আদালতের নির্দেশে দুই নাবালককে হোমে পাঠানো হয়েছে।
শনিবার ধৃত দুই নাবালককে বিধাননগরের জুভেনাইল আদালতে তোলা হয়। কোর্টের নির্দেশে তাদের হোমে পাঠানো হয়েছে। গণধর্ষণে অভিযুক্ত যুবককে এ দিন বারাসত আদালতে তোলা হলে চার দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারক। ধৃতকে জেরা করে নাবালিকা গণধর্ষণের ঘটনায় আরও কিছু তথ্য জানার চেষ্টা করছে অশোকনগর থানার পুলিশ।
পুলিশ সূত্রে খবর, মিহির নামে ওই যুবক নাবালিকার উপর বেশি যৌন নির্যাতন চালায়। ধৃতের বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু করা হয়েছে।
শুক্রবার গণধর্ষণের অভিযোগের পরেই নির্যাতিতার মেডিক্যাল পরীক্ষা-সহ আদালতে গোপন জবানবন্দি নেওয়া হয়। নির্যাতিতা তার বাড়িতে রয়েছে। ১৬ বছরের নাবালিকার সঙ্গে বেশ কিছু দিন ধরে ১৭ বছরের এক নাবালকের সম্পর্ক ছিল। তাদের বাড়ি অশোকনগরের একই পাড়ায়।
বৃহস্পতিবার বিকেলে নাবালক কিশোরীকে বাড়ি থেকে ডেকে চা খেতে নিয়ে যায়। একটি ক্যাফেতে তারা কফি খায় বলেঅ জানায় নির্যাতিতা। এরপর কিশোরীর বাড়ি থেকে কিছুটা দূরে এক প্রাইমারি স্কুলের সামনে নির্জন জায়গায় তারা আসে। সেখানেই দু'জন মদ্যপান করে। বেসামাল হয়ে ওই সময়ে নাবালককে তার এক বন্ধু ফোন করে। জানতে পেরে নাবালকের বন্ধু ও মিহির ওই নির্জন জায়গায় চলে আসে।
সুযোগ বুঝে বেহুঁশ নাবালিকাকে গণধর্ষণ করে তার প্রেমিক–সহ তিন জন। বৃহস্পতিবার বেশি রাতে বাড়ি ফিরতেই নাবালিকাকে বাড়ির লোকজন কী হয়েছে জানতে চাইলে গণধর্ষণের বিষয়টি সামনে আসে।
শুক্রবার দুপুরে অশোকনগর থানায় নির্যাতিতার পরিবারের লোকজন তিন জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। অভিযোগের কয়েক ঘণ্টার মধ্যে তিন অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ।