নিউটাউন
শেষ আপডেট: 30th July 2024 17:57
দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: বিমান সংস্থায় চাকরি দেওয়ার নাম করে অনলাইনে বিজ্ঞাপন দেওয়া হত। নিউটাউনের আকাঙ্খা মোড়ে দু-দুটি অফিসও রয়েছে। কেউ ঘুণাক্ষরেও টের পাননি, যে এই সব কিছুই আসলে প্রতারণার ফাঁদ। তবে পুলিশের নজর এড়ায়নি। গোপন সূত্রে খবর পেয়ে দুই অফিসে হানা দেওয়ার পরেই সব কারচুপি ফাঁস হয়ে গেল প্রতারকদের। চাকরি নাম করে প্রতারণার অভিযোগে পাঁচজনকে গ্রেফতার করল ইকোপার্ক থানার পুলিশ।
মঙ্গলবার এবিষয়ে জানাতে ইকোপার্ক থানায় সাংবাদিক বৈঠক করেন ডিসি (নিউটাউন জোন)মানব সিংলা। সেখানে এসিপি নিউটাউন এবং আইসি ইকোপার্ক ছিলেন।
ডিসি জানান, বিমান সংস্থায় চাকরি দেওয়ার নাম প্রতারণা চালাচ্ছিল একটি চক্র। এই ফাঁদে পা দিয়েছে প্রচুর বেকার ছেলে-মেয়ে। নিউটাউনে আকাঙ্ক্ষা মোড়ের কাছে ঝাঁ চকচকে অফিস খুলে বসেছিল তারা। বাইরে থেকে কারও বোঝার উপায় ছিল না, যে সেখানে কোনও প্রতারণা চক্র চলছে। পরে গোপন সূত্রে খবর পেয়ে সেখানে অভিযান চালায় ইকোপার্ক থানার পুলিশ।পাঁচজনকে গ্রেফতার করে।
তাদের জেরা করে পুলিশ জানতে পারে, তাঁদের মূল টার্গেট ছিল বেকার যুবক-যুবতীরা। সোশ্যাল তাঁদের জন্য চাকরি সুযোগ রয়েছে সোশ্য়াল মিডিয়ায় বিজ্ঞাপনের টোপ ফেলত। সেই ফাঁদের পা দিয়ে বহু বেকার যুবক যুবতী প্রতারিত হয়েছেন। বাংলা নয়, প্রতারিতদের তালিকায় বিহার, ওড়িশা, ঝাড়খণ্ডের সহ অন্যান্য রাজ্যের বেকার যুবক-যুবতীরা রয়েছেন। তাঁদের সামর্থ অনুযায়ী মোটা অঙ্কের টাকা নেওয়া হয়েছে বলে অভিযোগ। মূলত প্রশিক্ষণ ও নামি সংস্থায় প্লেসমেন্টে দেওয়া হবে বলে টাকা হাতিয়ে নিত তারা।
পুলিশের এই পদস্থ কর্তার দাবি, এই চক্রের সঙ্গে আরও অনেকেই জড়িত বলে সন্দেহ করছেন তারা। ধৃতদের জেরা করে প্রচ্ছন্নে থাকা মদতকারীদের নাগাল পেতে চাইছে তারা।