শেষ আপডেট: 4th February 2025 11:19
দ্য ওয়াল ব্যুরো: দত্তপুকুরে মাঠের মধ্যে যুবকের মুন্ডুহীন দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ায় সোমবার। শুধু তাই নয়, যুবকের যৌনাঙ্গও কেটে ফেলা হয়েছে বলে খবর হয়।
মৃতদেহ মিলেছিল মাঠে, এবার মাথার সন্ধানে বাজিতপুরে ডুবুরি নামানো হল। কাটা মাথার খোঁজে তল্লাশি পুলিশ ও ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপের।
পুলিশ গতকালই দেহ উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায়। এখনও পর্যন্ত ওই যুবকের পরিচয় জানতে পারেনি তারা। কে বা কারা এই ভয়ঙ্কর ঘটনার সঙ্গে জড়িত তা এখনও স্পষ্ট নয়।
এলাকার সিসিটিভি ফুটেজ-সহ বিভিন্ন বিষয় খতিয়ে দেখা হচ্ছে। মনে করা হচ্ছে মৃত ওই যুবকের বয়স ৪০ এর কাছাকাছি।
সোমবার সকাল সকাল অন্যান্য দিনের মতোই মাঠে কাজ করতে আসেন চাষিরা। তখনই দেখতে পান দেহ পড়ে আছে। চারপাশে রক্ত। শুধু তাই নয়, রক্তমাখা মদের গ্লাস, চিপসের প্যাকেটও মিলেছে আশপাশ থেকে।
পুলিশের প্রাথমিক অনুমান, প্রমাণ লোপাটের চেষ্টা করা হয়েছে। শুধু খুনই নয়, দেহ পোড়ানোরও চেষ্টা করা হয়েছে। ঘটনার পরেই এলাকায় পুলিশের নজরদারি এবং নিরাপত্তা বাড়ানো হয়েছে।