শেষ আপডেট: 25th October 2024 13:54
দ্য ওয়াল ব্যুরো, দক্ষিণ ২৪ পরগনা: বঙ্গোপসাগরের ওড়িশার ভিতরকণিকার কাছে মাটি ছুঁয়েছে ঘূর্ণিঝড় 'দানা'। এর প্রভাব পড়েছে বাংলার উপকূলবর্তী অঞ্চলেও। ভোররাত থেকে দমকা ঝোড়ো হাওয়ার সঙ্গে মুষলধারে বৃষ্টি হয়েই চলেছে। দিঘা-মন্দিরমণি সহ সাগরদ্বীপেও জলোচ্ছ্বাস দেখা দিয়েছে।
ঝোড়া হাওয়ার দাপটে গঙ্গাসাগরের একাধিক এলাকায় মাটি থেকে উপড়ে পড়েছে বড় বড় গাছ। কপিলমুনির মন্দিরের সামনে আশ্রম সংলগ্ল এলাকায় ত্রিফলা বাতিগুলি ভেঙে পড়েছে। লণ্ডভণ্ড হয়ে রয়েছে আশ্রম চত্বর। জলমগ্ন হয়ে পড়েছে গোটা এলাকা। আশ্রমটি মোহনার কাছে হওয়ায় ক্ষতির আশঙ্কা আগে থেকে করা হয়েছিল। সেই মতো আগেই আশ্রমের দরজা পর্যটকদের জন্য বন্ধ করা হয়েছিল। মন্দির রক্ষায় প্রার্থনা শুরু করেছিলেন সেবায়েতরা।
সাগরের এলাকায় বেশ কয়েকটি নদীবাঁধে ফাটল দেখা দিয়েছে। ফলে ভেঙের পড়ার আশঙ্কা রয়েছে। বৃহস্পতিবার মধ্যরাত থেকে জেলা জুড়ে ভারী বৃষ্টি শুরু হয়েছিল। সকালেও লাগাতার বৃষ্টি পড়েছে। টানা বৃষ্টিতে গঙ্গাসাগরের কপিলমুনির মন্দির সামনে যে সমস্ত প্রসাদের স্টল রয়েছে সেগুলিতে জলমগ্ন হয়ে পড়ে। এতে অসুবিধায় পড়েছেন ব্যবসায়ীরা। তাঁরা জানিয়েছেন, বিধ্বংসী ঘূর্ণিঝড়ের কারণে আগেই পুণ্যার্থীদের আসার বন্ধ করে দিয়েছিল জেলা প্রশাসন। ভেসেল পরিষেবা বন্ধ রয়েছে। কিন্তু তাঁদের স্টলগুলিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
গঙ্গাসাগরে চলছে মুষলধারে বৃষ্টি হয়েই চলেছে। পাল্লা দিয়ে বেড়েছে ঝোড়ো হাওয়ার দাপট। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টি আরও বাড়বে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। রাস্তায় পড়ে রয়েছে বড় বড় গাছ। সকাল থেকে সেগুলি কাটার কাজ চলছে। বেশ কয়েকটি কাঁচা বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। বাসিন্দারা নিরাপদে আশ্রয় শিবিরের রয়েছেন। তাঁদের জন্য খাবার ও জলের ব্যবস্থা করা হয়েছে।