শেষ আপডেট: 30th May 2024 14:18
দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: হিঙ্গলগঞ্জে ম্যাটাডোর ধাক্কায় মৃত্যু হল পাঁচ বছরের এক শিশুর। এই দুর্ঘটনাকে কেন্দ্র বৃহস্পতিবার হাসনাবাদ ২ গ্রাম পঞ্চায়েতের লেবুখালি রোডে উত্তেজনা ছড়ায়। ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাস্তার পাশের রয়েছে হিঙ্গলগঞ্জের স্বরূপকাঠি এমএলএ স্কুল। সকাল ১১টার সময়ে ওই স্কুলের সামনেই একটি গ্যাস সিলিন্ডার বোঝাই ম্যাটাডোর পাঁচ বছরের শিশুকে ধাক্কা মারে। রাস্তায় ছিটকে পড়ে ওই শিশু। ঘটনাস্থলে মৃত্যু হয় ওই শিশুর। স্থানীয়রা পুলিশকে খবর দেন। মৃতদেহ ঘিরে তাঁরা বিক্ষোভ দেখাতে শুরু করেন। পুলিশ ঘটনাস্থলে গেলে স্থানীয়দের ক্ষোভের মুখে পড়ে তারা। পরিস্থিত সামলেন মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায় পুলিশ।
মৃত ওই শিশুর নাম বিপ্রজিৎ জোতদার। তার বাড়ি হিঙ্গলগঞ্জ থানা এলাকায়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এদিন রাস্তার পাশ দিয়ে হেঁটে চলেছিল বিপ্রজিৎ। রাস্তার ওপারে দাঁড়িয়ে ছিলেন শিশুর মা। সে রাস্তা পারাপার করতে যায়। সেই সময়েই একটি সিলিন্ডার বোঝাই একটি ম্যাটাডোর দ্রুত গতি এসে ওই শিশুকে ধাক্কা মারে।
ইতিমধ্যেই ম্যাটাডোরের চালককে গ্রেফতার করেছে পুলিশ। সে জানিয়েছে, যোগেশগঞ্জ গ্যাস গোডাউন থেকে হিঙ্গলগঞ্জ দিকে যাচ্ছিল। গাড়ির গতিবেগ বেশি থাকায় সে সময় মতো ব্রাক কোষতে পারেনি। পুলিশ জানিয়েছে, ওই ম্যাটাডোরের প্ল্যাট নম্বর ছিল না। চালকের লাইসেন্সও নেই। পুলিশ এই ঘটনার পরে তদন্ত শুরু করেছে। এলাকাবাসীর দাবি, পুলিশ ওই রাস্তায় যানবাহন নিয়ন্ত্রণ দ্রুত ব্যবস্থা করুক।