শেষ আপডেট: 30th October 2024 16:12
দ্য ওয়াল ব্য়ুরো, দক্ষিণ ২৪ পরগনা: আবাস যোজনার টাকা নিয়ে বিধায়কের বিরুদ্ধে সাংসদ-মন্ত্রীর সামনে ক্ষোভ উগরে দিয়েছিলেন তৃণমূলের কর্মীদের একাংশ। ঘটনার একদিন পরে বুধবার প্রতিবাদী কর্মীদের বাড়ির ঘর, গাড়ি ভাঙচুর করার অভিযোগ উঠল গোসাবায়। আক্রান্তদের অভিযোগ, বিধায়কের বিরুদ্ধে সরব হওয়ায় তাঁদের এই পরিণতি ভুগতে হচ্ছে। বিধায়কের অনুগামীরাই সকালে তাঁদের উপর হামলা চালিয়েছে। এই ঘটনা ঘিরে রীতিমতো তেতে উঠেছে গোসাবা।
মঙ্গলবার আবাস যোজনার টাকা নিয়ে ক্ষোভে ফেটে পড়েছিলেন গোসাবার তৃণমূলের একাংশ। বিক্ষুব্ধ তৃণমূল কর্মীদের অভিযোগ ছিল, গরিব বাড়ি-ঘর সারানোর জন্য তিন বছর আগে টাকা তুলেছিলেন বিধায়ক সুব্রত মণ্ডল। কিন্তু সেই টাকা প্রাপকদের দেননি।
এদিনই গোসাবা বিডিও অফিসে প্রশাসনিক বৈঠক ছিল। সেই বৈঠকে যোগ দিতে এসেছিলেন তৃণমূল সাংসদ প্রতিমা মণ্ডল ও মন্ত্রী বঙ্কিম হাজরা। তাঁদের সামনে বিধায়কের বিরুদ্ধে সবর হন বিক্ষুব্ধ তৃণমূল কর্মীরা। বিধায়ক সুব্রত মণ্ডলের বিরুদ্ধে স্বজনপোষণের অভিযোগ আনেন।
অভিযোগ, বুধবার আচমকাই এক পর এক প্রতিবাদী তৃণমূল কর্মীদের উপর হামলা চলে। তাঁদের বাড়িতে ঢুকে ভাঙচুর চালানো হয়। গাড়িও ভাঙচুর চালানো হয় তাঁদের। আক্রান্ত তৃণমূল কর্মীদের দাবি, যাঁরা হামলা চালিয়েছে, তাঁরা বিধায়কের অনুগামী। মঙ্গলবার বিধায়কের বিরুদ্ধে সরব হওয়াতেই খেসারত দিতে হচ্ছে তাঁদের।
এসডিপিও জানিয়েছেন, ঘটনা কথা কানে এসেছে। তবে এখনও কোনও অভিযোগ হয়নি। ইতিমধ্যে এলাকায় উত্তেজনা কমাতে পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল। হামলার সঙ্গে জড়িত কয়েকজনকে আটক করেছে।