শেষ আপডেট: 24th March 2025 13:24
দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: অ্যামোনিয়া গ্যাস লিক (Gas leak)করায় আতঙ্ক ছড়াল নৈহাটিতে। এলাকার কয়েকজন বাসিন্দার শারীরিক কষ্ট দেখা দেওয়ায় শোরগোল পড়ে।
নৈহাটির রাজেন্দ্রপুর এলাকায় বেশ কয়েক বছর ধরে রয়েছে একটি বরফ তৈরির কারখানা (ice factory)। সোমবার সকালে হঠাৎ করেই তীব্র গ্যাসের গন্ধ পাওয়া যায়। ধোঁয়ায় ঢেকে যায় আশপাশ। এলাকাবাসীর দাবি, বরফ তৈরির কারখানায় গ্যাসের পাইপ ফুটো হয়ে অ্যামোনিয়া গ্যাস(amonia gas) লিক করে, আর তার ফলেই ধোঁয়ায় ঢেকে যায় এলাকা। বেশ কয়েকটি বাড়ির বাসিন্দাদের শারীরিক কষ্ট দেখা দেওয়ায় শোরগোল পড়ে যায়।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় স্থানীয় শিবদাসপুর থানার পুলিশ ও দমকল বাহিনী। দমকলের দীর্ঘক্ষণের চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। স্থানীয় বাসিন্দারা জানান, বেশ কয়েক বছর ধরেই এই কারখানায় বরফ তৈরি হচ্ছে। কিন্তু কখনও এমন ঘটনা ঘটেনি। প্রশাসনিক পর্যায়ে বিষয়টি খতিয়ে দেখা উচিত।
গ্যাস লিক করার খবর ছড়িয়ে পড়তেই ঘটনাস্থলে আসেন বিধায়ক সোমনাথ শ্যাম। তিনি বলেন "দীর্ঘ দিনের এই কারখানা। সেখানে রক্ষণাবেক্ষণ ঠিক করে হয়েছে কি না সেই কাগজপত্র দেখে উপযুক্ত ব্যবস্থা নেবে প্রশাসন।"