ভেঙে যাওয়া জানলার কাচ
শেষ আপডেট: 5th November 2024 14:00
দ্য ওয়াল ব্যুরো: কালীপুজোর বিসর্জনের শোভাযাত্রা যাচ্ছিল। সেখান থেকেই বোমা ছোড়া হয় দোতলা বাড়ি লক্ষ্য করে। আর তাতেই ঝনঝন করে ভেঙে পড়ে জানলার কাচ। গড়িয়ার নবগ্রামের রাজপুর-সোনারপুর পুরসভার ৫ নম্বর ওয়ার্ডের ঘটনা।
ওই বাড়ির বাসিন্দাদের অভিযোগ, গতকাল অর্থাৎ সোমবার বিসর্জনের শোভাযাত্রা থেকে বোমা জাতীয় কিছু ছোড়া হয় তাঁদের বাড়ি লক্ষ্য করে।চসঙ্গে সঙ্গে গোটা বাড়ি কেঁপে ওঠে। ঝনঝন করে ভেঙে পড়ে জানলার কাচ। বিকট শব্দে আতঙ্কিত হয়ে পড়েন তাঁরা।
গোটা ঘটনার কথা স্থানীয় থানায় জানালে পুলিশ এসে ঘটনাস্থল থেকে দড়ি ও সুতলি উদ্ধার করে। নিশ্চিত হওয়া যায় বোমাই ছোড়া হয়েছে। অভিযোগকারীর দাবি, 'পুলিশ বলেছে খোঁজ নিয়ে আমরাই যেন ক্লাবের নাম জানাই। পরে নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের হয়।'
ঘটনায় রীতিমতো আতঙ্কে সিদ্ধার্থ অধিকারীর গোটা পরিবার। সিদ্ধার্থবাবুর অভিযোগ, 'বাইরেই সিলিন্ডার রাখা ছিল। সেটাও তো ফেটে যেতে পারত। তখন কী হত? শিশুরাও সেই সময় বাড়িতেই ছিল।' পুলিশ জানাচ্ছে, কে বা কারা এহেন ঘটনা ঘটালো তা খতিয়ে দেখা হচ্ছে।
প্রসঙ্গত, একদিন আগেই শান্তিপুর শ্যামবাজার এলাকায় কালী প্রতিমা বিসর্জনের শোভাযাত্রায় এক যুবক মুখে থাকা মদ মহিলার গায়ে ছুড়ে দেয়। স্ত্রীর সম্মান বাঁচাতে স্বামী এগিয়ে এলে ওই যুবকরা তাঁদের দু'জনকে বেধড়ক মারধর করে! সঙ্গে থাকা এক বন্ধুকেও মদের বোতল দিয়ে মারধর করার অভিযোগ উঠেছিল।