শেষ আপডেট: 11th February 2025 08:20
দ্য ওয়াল ব্যুরো: নাকানি চোবানি খাইয়ে অবশেষে বাঘ-বন্দি। মঙ্গলবার ভোরে ধরা পড়ল দক্ষিণ ২৪ পরগনার মৈপীঠের বাঘ। স্থানীয় একটি সবজি ক্ষেতে দু'টি খাঁচা পাতেন বনকর্মীরা। ছাগলকে টোপ হিসেবে রাখা হয়। সেই ফাঁদেই ভোর ৩টে ৩২ মিনিটে ধরা পড়ে বাঘ।
সোমবার এই রয়্যাল বেঙ্গল টাইগারকে ধরতে গিয়ে জখম হন এক বনকর্মী। তাঁর ঘাড়ে কামড় বসিয়ে জঙ্গলে পালিয়ে যায় কুলতলির দক্ষিণরায়। বন দফতর সূত্রে খবর, স্বাস্থ্য পরীক্ষা করা হবে খাচা-বন্দি বাঘের। সব ঠিক থাকলে আজই তাকে গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হতে পারে।
রবিবার রাত থেকেই লোকালয়ে ফের ঢুকে পড়েছিল রয়্যাল বেঙ্গল টাইগার। বাঘের পায়ের ছাপ দেখে আগেই সতর্ক হয়েছিল বন দফতর। রাতে জালও পেতে রাখা হয় তাকে ধরার জন্য।
এর পরে সোমবার সকালে, বন দফতরের রায়দিঘি রেঞ্জের অন্তর্গত নলগোড়া বিট অফিসের বনকর্মীরা বাঘের খোঁজে বের হন। সেই সময়েই সর্ষের খেতের ভিতর থেকে আচমকা বেরিয়ে আসে বাঘটি। মুহূর্তের মধ্যে বনকর্মীদের সামনে এসে পড়ে সে। তারপর সোজা ঝাঁপিয়ে পড়ে এক বনকর্মী গণেশ শ্যামলের ঘাড়ে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সহকর্মীরা লাঠি দিয়ে মেরে মেরেও বাঘটিকে সরাতে পারছিলেন না। ভয়ঙ্কর আঁচড়-কামড়ে সে আঁকড়ে ধরে রেখেছিল গণেশবাবুকে। বহু চেষ্টার পর কোনওক্রমে তাঁকে উদ্ধার করা হয় এবং সঙ্গে সঙ্গে কুলতলির ব্লক গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁর অবস্থা সংকটজনক হওয়ায় এখন তিনি কলকাতার এসএসকেএম হাসপাতালে ভর্তি।
বন দফতরের ডিএফও নিশা গোস্বামী জানান, ভোর সাড়ে তিনটে নাগাদ ধরা হয়েছে বাঘটিকে। এখন প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা করা হবে। এর পরে নির্দেশ মতো বাঘটিকে গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হবে। তবে কোথায় বাঘটিকে ছাড়া হবে, তা এখনও ঠিক করা হয়নি। পূর্ণবয়স্ক ওই পুরুষ বাঘটির বয়স আনুমানিক ১০ বছর। টোপের ছাগলটি অল্প পরিমাণে খেয়েছে বাঘটি।