শেষ আপডেট: 16th March 2025 12:38
দ্য ওয়াল ব্যুরো: ভাঙড়ে চাষের জমি থেকে উদ্ধার হল এক কৃষকের রক্তাক্ত দেহ। নাম বাবলু মোল্লা। পোলেরহাট থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।
পরিবারের দাবি এটি কোনও স্বাভাবিক মৃত্যু নয়। পিটিয়ে খুন করা হয়েছে তাঁকে। স্থানীয়রাও মনে করছেন তেমনটাই।
ভাঙড় ২ নম্বর ব্লকের পোলেরহাট থানার পাইকান এলাকায় তাঁকে দেখতে পান স্থানীয়রা। রাত ১টা নাগাদ লঙ্কা খেত থেকে রক্তাক্ত দেহটি উদ্ধার করে পুলিশ।
প্রতিবেশীদের সঙ্গে জমি সংক্রান্ত বিবাদ ছিল বলে জানা গেছে, স্থানীদের একাংশ মনে করছে সেই বিবাদের জেরেই খুন হতে হল তাঁকে। এনিয়ে স্থানীয় সেলিম মোল্লা জানান, পারিবারিক বিবাদের জেরেই খুন। নিজেও জমি বিক্রি করছিলেন না, দিতেও রাজি হচ্ছিলেন না। কাউকে জমি বিক্রি করতে দিচ্ছিলেন না অনেকদিন ধরেই। এনিয়ে পরিবার ও প্রতিবেশীদের মধ্যে ঝামেলা লেগেই থাকত। মনে হয়, প্রথমে ভয় দেখানোর জন্য পেটানো হয়েছিল পরে প্রমাণ লোপাটের জন্য খুন করা হয়েছে।
রবিবার ওই কৃষক তথা দলের একনিষ্ঠ কর্মীর কথা শুনে ঘটনাস্থলে পৌঁছল শওকত মোল্লা। তিনি পরিস্থিতি খতিয়ে দেখেন। কথা বলেন পুলিশের সঙ্গে। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, 'অত্যন্ত দুঃখজনক ঘটনা। আমাদের দলেরই সক্রিয় কর্মী। আমরা খুবই শোকাহত। প্রশাসনের সঙ্গে কথা বলেছি, এই খুনের সঙ্গে কে বা কারা জড়িত আছে, তাকে অবিলম্বে খুঁজে বের করা হোক এবং দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। পুলিশ তদন্ত শুরু করেছে।'
এই খুনের সঙ্গে রাজনীতির কোনও যোগ আছে কিনা সেই প্রশ্ন উঠতে শওকত জানান, তাঁরা বিজেপি করেন না যে কিছু হলেই খুন বলে চালিয়ে দেবেন। তাঁরা এমন কাজে বিশ্বাস করেন না। যতক্ষণ না তদন্ত হচ্ছে, প্রমাণ হচ্ছে কিছু, ততক্ষণ এটাকে রাজনৈতিক খুন বা রাজনীতি এর সঙ্গে জড়িয়ে, তা বলা যায় না। বলেন, 'প্রশাসনের কাছে আবেদন, সঠিকভাবে তদন্ত হোক। কলকাতা পুলিশকে ধন্যবাদ জানাব পুলিশ কুকুর থেকে শুরু করে উচ্চ পদস্থ আধিকারিকরা এসেছিলেন। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত চলছে। আশা করছি সঠিক তথ্য উদ্ঘাটন হবে।'