শেষ আপডেট: 21st October 2024 15:20
দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: রাস্তাঘাটে, কর্মস্থলে মহিলাদের নিরাপত্তা নিয়ে আন্দোলন চলছে। এই সময়ে দাঁড়িয়ে বাড়িতে মহিলারা কতটা নিরাপদ এই ঘটনা সেই দিকেই প্রশ্ন তোলে। শ্বশুরের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনলেন এক তরুণী। অভিযুক্তের বিরুদ্ধে ইতিমধ্যেই দেগঙ্গা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এক সপ্তাহ আগে দেখাশোনা করে বিয়ে হয় এক তরুণীর। অভিযোগ, বিয়ের দুদিন যেতে না যেতে নববধূর উপর নির্যাতন চালাতে থাকে শ্বশুরবাড়ির লোকজন। শারীরিক ও মানসিক দুধরণের অত্যাচারের শিকার হন ওই তরুণী। এই সময়ে স্বামীর সাহায্য চাইলেও কোনও লাভ হয়নি। উল্টে পরিবারের বাকি সদস্যদের মতো মারধর করতেন তাঁর স্বামী।
এরই মধ্যে স্বামীর অনুপস্থিতিতে ওই বধূর সঙ্গে যৌন নির্যাতন চালাতেন শ্বশুর। ওই তরুণীর দাবি, প্রতিবাদ করলেই প্রাণে মেরে ফেলার হুমকি দিতেন শ্বশুর। এই বিয়ে স্বামীকে জানিয়েও সাহায্য পাননি। উল্টে স্বামী তাঁকে শ্বশুর যা যা বলছিল তা মেনে নিতে বলেন।
রবিবার বাপেরবাড়িতে আসার পরে এই সমস্ত কথা আত্মীয়দের জানান। তারপরেই অভিযুক্ত শ্বশুরের বিরুদ্ধে থানায় অভিযোগ জানিয়েছেন তরুণীর আত্মীয়রা।
এই ঘটনা তরুণীর বাপেরবাড়ির লোকজন হতবাক। তাঁরা জানিয়েছেন, দেখাশোনা করেই মেয়ে বিয়ে দিয়েছিলেন। বিষয়ে আগে পাত্র পক্ষের পরিবার সম্পর্কেও খোঁজ খবর নেওয়া হয়েছিল। কিন্তু বিয়ের দুদিন পরে মেয়ে উপর এমন অত্যাচারের ঘটনা শোনার পরে তারা ভয়ে পেয়ে গিয়েছেন।