শেষ আপডেট: 22nd March 2025 16:02
দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে এবার দাদাগিরির অভিযোগ পানিহাটিতে। ধারের টাকা ফেরত চাইতে যাওয়ায় কর্তব্যরত অবস্থায় মহিলাদের মারধরের অভিযোগ উঠল সিভিক ভলান্টিয়ার সন্তু দেবনাথের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা ছড়ায় পানিহাটিতে। অভিযোগ পাওয়ার পরেই সন্তু দেবনাথকে গ্রেফতার করে খড়দহ থানার পুলিশ।
অভিযোগ, এলাকায় একাধিক মহিলার থেকে থেকে কয়েক লক্ষ টাকা ধার নিয়েছিলেন সিভিক ভলান্টিয়ার সন্তু। দীর্ঘদিন কেটে গেলেও সেই টাকা শোধ করছিলেন না তিনি। শুক্রবার সকালে টাকা ফেরত চাইতে তার বাড়িতে গেলে প্রথমে সিভিক ভলান্টিয়ারের স্ত্রী, ও পরে ওই সিভিক ভলান্টিয়ার মত্ত অবস্থায় ওই মহিলাদের উপর চড়াও হন। আক্রান্ত এক মহিলা বলেন, “টাকা চাইতে গেলে বাজে বাজে কথা বলে। দরজার পিছন থেকে ওর শাশুড়ি বটি নিয়ে তেড়ে আসে। আমাকে এমনভাবে মারে যে আমি অজ্ঞান হয়ে যাই।”
সন্তুর দাপটে এলাকায় রীতিমতো আতঙ্ক তৈরি হয়েছে বলে অভিযোগ উঠেছে। এক মহিলা বলেন, “আমরা শুধু টাকা চাইতে গিয়েছিলাম। আমাদের সবার থেকে মোট ৩০ লক্ষ টাকা নিয়েছিল। কিন্তু টাকা চাইতে গিয়ে মার খেতে হয়।” তারপরেই খড়দহ থানা ও ব্য়ারাকপুর পুলিশ কমিশনারের কাছে অভিযোগ দায়ের করেন তাঁরা। শুক্রবার রাতে গ্রেফতার করা হয় ওই সিভিক ভলান্টিয়ারকে।