শেষ আপডেট: 13th December 2024 15:21
দ্য ওয়াল ব্যুরো: ফের আমডাঙার আইসি রাজকুমার সরকারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ। থানার মধ্যেই এক মহিলাকে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। আইসি ছাড়াও ঘটনায় জড়িত রয়েছেন এক পুলিশ আধিকারিক। দু’জনের বিরুদ্ধেই বারাসত জেলা আদালতে দায়ের হয়েছে মামলা। অভিযুক্তদের বিরুদ্ধে জারি হয়েছে নোটিস।
ঠিক কী ঘটেছে?
জানা গেছে, গত অগস্টে আমডাঙার খুড়িগাছি এলাকায় বোমাবাজির ঘটনা ঘটে। এরপরই মামলায় জড়িত থাকার কারণে ঘটনায় গ্রেফতার করা হয় ওই মহিলার ছেলেকে। পরে ছেলেকে ছাড়াতে থানায় যান ধৃতের মা, বোন-সহ পরিবারের একাধিক সদস্য। তখনই তাঁদের মারধরের অভিযোগ ওঠে আইসির বিরুদ্ধে।
আক্রান্ত মহিলার অভিযোগ, ‘আমার স্বামী ও ছেলেকে গ্রেফতার করা হয়েছিল। থানায় গেলে জানানো হয় বড়বাবু নিজের ঘরে ডাকছেন। আমরা যেতেই গালিগালাজ শুরু করেন তিনি। বিবস্ত্র করে বেধড়ক মারধর করা হয়। প্রথমবার মারের কারণে অজ্ঞান হয়ে পড়ি। পরে চোখে মুখে জল ছিটিয়ে জ্ঞান ফেরানো হয়। কিছুক্ষণ পর ফের এক পুলিশ আধিকারিক মারধর করেন।’
গত সপ্তাহেই আমডাঙায় অগ্নিকাণ্ডের ঘটনায় স্থানীয় আইসির বিরুদ্ধে অনৈতিক কাজের অভিযোগ তুলেছিলেন আমডাঙার তৃণমূল বিধায়ক রফিকুর রহমান। তার এক সপ্তাহ কাটতে না কাটতেই ফের আইসি রাজকুমার সরকার ও এক পুলিশ আধিকারিকের বিরুদ্ধে দায়ের হল মারধরের অভিযোগ।
বিষয়টি জানাজানি হতেই পুলিশ সুপারের নির্দেশ মেনে রিপোর্ট জমা দেন অতিরিক্ত পুলিশ সুপার জোনাল। পুলিশ জানিয়েছে, আদালতের নির্দেশ মেনে পরবর্তী পদক্ষেপ করা হবে। তবে একজন মহিলা ও তাঁর পরিবারকে কীভাবে মারধর করলেন আইসি তা নিয়ে বিতর্ক শুরু হয়েছে।