বৃদ্ধাকে কাশ্মীরেই রেখে বাড়ি ফিরে এল ছেলে-বউমা-প্রতীকী
শেষ আপডেট: 31st July 2024 15:03
দ্য ওয়াল ব্যুরো, দক্ষিণ ২৪ পরগনা: ছেলে-বৌমার সঙ্গে কাশ্মীর ঘুরতে গিয়েছিলেন। অভিযোগ, সেখানে বউমার সঙ্গে ঝগড়া হয়েছিল বৃদ্ধার। তারপরেই অসহায় অবস্থায় মাকে ভূস্বর্গে রেখে বাড়ি ফিরে আসেন ছেলে ও বৌমা। কয়েকদিন কেটে যাওয়ার পর প্রতিবেশীদের নজরে আসে বিষয়টা। তাঁরা তৎপর হয়ে পুলিশকে জানান। অবশেষে কাশ্মীর থেকে বৃদ্ধাকে বাড়ি ফেরাল পুলিশ। এই ঘটনা জানাজানি হতেই আলোড়ন পড়ে ক্যানিং থানার মাতলা ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের কুজিপাড়া এলাকায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, কুজিপাড়ার বাসিন্দা ওই বৃদ্ধা কয়েকদিন আগে ছেলে সাহেব শেখ ও বৌমার সঙ্গে কাশ্মীরে বেড়াতে গিয়েছিলেন। পাড়ার লোকেরও জানা ছিল সেই খবর।
কয়েকদিন আগে সাহেব ও তাঁর স্ত্রী ক্যানিংয়ের বাড়িতে ফিরে আসেন। কিন্তু মাকে নিয়ে ফেরেননি। এই নিয়ে কৌতুহল তৈরি হয় প্রতিবেশীদের মনে। কয়েকদিন নানাভাবে ছেলের কাছে মায়ের খোঁজ নেন তাঁরা। গ্রামের মানুষের অভিযোগ, মা কোথায় আছেন, সাহেবকে বারবার সেই প্রশ্ন করা হলেও সদুত্তর মেলেনি। এতে প্রতিবেশীদের সন্দেহের মুখে পড়েন ছেলে-ছেলের বৌমা, দুজনেই। তাঁরাই পুলিশে খবর দেন।
তদন্তে নামে পুলিশ। ছেলে-বৌমাকে জেরা করে জানা যায় ঝগড়া হওয়ায় তাঁরা কাশ্মীরেই ফেলে এসেছেন মাকে। এরপরে কাশ্মীর পুলিশের সঙ্গে যোগাযোগ করে এই রাজ্য়ের পুলিশ। সূত্র পেয়ে ক্যানিং থানার একটি দল কাশ্মীরে পৌঁছয়। মঙ্গলবার রাতে ওই বৃদ্ধাকে কাশ্মীর থেকে ক্যানিংয়ে নিয়ে আসা হয়।
নিজের রাজ্যে ফিরে হাঁফ ছেড়ে বাঁচেন ওই বৃদ্ধা। তিনি জানান, ছেলে-বউমার সঙ্গে অশান্তি হয়েছিল। ভুল বোঝাবুঝি থেকেই অশান্তি হয়। তাই ছেলে ও বউমা তাঁকে সেখানে ফেলে রেখে বাড়ি ফিরে এসেছিল। এতদিন শ্রীনগরেই ছিলেন তিনি। কখনও যে নিজের বাড়ি ফিরতে পারবেন, সেই আশাই ছেড়ে দিয়েছিলেন। এখন পুলিশ তাঁকে ফিরিয়ে আনায় আপ্লুত বৃদ্ধা।