শেষ আপডেট: 13th November 2024 11:26
দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: সাত সকালে গুলি চলল ভাটপাড়া পুরসভার ১২ নম্বর ওয়ার্ডে। মৃত্যু হল তৃণমূলের প্রাক্তন ওয়ার্ড প্রেসিডেন্টের। বুধবার সকালে অশোক সাউ যখন বাজার করতে বেরিয়েছিলেন, তখন তাঁকে লক্ষ্য করে গুলি চালানো হয় বলে অভিযোগ। হাসপাতালে ভর্তি করা হয় ওই তৃণমূল নেতাকে। পরে সেখানেই তাঁর মৃত্যু হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, বাজারের পথে একটি চায়ের দোকানে এসে দাঁড়ান তিনি। সেইসময় কয়েক জন দুষ্কৃতী পায়ে হেঁটে এসে ঘিরে ধরে তৃণমূল নেতা অশোক সাউকে। এরপর এলোপাথাড়ি গুলি চালায়। পরে তাঁকে লক্ষ্য করে সকেট বোমা ছোড়া হয় বলেও অভিযোগ। গুরুতর আহত অবস্থায় ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয় ওই তৃণমূল নেতাকে। অবস্থার অবনতি হওয়ায় ব্যারাকপুরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। সেখানেই মৃত্যু হয় তাঁর।
খবর পেয়ে ব্য়ারাকপুরের পুলিশ কমিশনার অলোক রাজোরিয়া ঘটনাস্থলে পৌঁছন। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন তিনি। পাশেই নৈহাটি বিধানসভায় নির্বাচন চলছে। সকাল থেকেই বিশাল পুলিশবাহিনী মোতায়েন রয়েছে সেখানে। তারই মধ্যে কীকরে দুষ্কৃতীরা পায়ে হেঁটে এসে একজনকে গুলি করে মারল, তা নিয়ে বিস্মিত এলাকার মানুষ।
রাজ্যে ৬ টি কেন্দ্রের মধ্যে নৈহাটি বিধানসভাতে অনুষ্ঠিত হচ্ছে উপ নির্বাচন। নৈহাটির ২১০ টি বুথে ভোট গ্রহণ চলছে। সকাল থেকেই বিচ্ছিন্ন গোলমালের খবরও পাওয়া যাচ্ছে। এই দিনেই তৃণমূল নেতা খুনের ঘটনায় তেতে উঠল নৈহাটি সংলগ্ন ভাটপাড়া। মৃতের স্বজনরা, তৃণমূলেরই অন্য গোষ্ঠীর বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছেন। তবে এ ব্যাপারে তৃণমূলের কোনও প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি।