শেষ আপডেট: 25th January 2025 15:38
দ্য ওয়াল ব্যুরো: দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুরের গ্রিনপার্কে চাঞ্চল্য। এলাকার একটি ইংরেজি মাধ্যম স্কুলের ক্লাসরুম থেকে উদ্ধার হল শিক্ষকের ঝুলন্ত দেহ। খবর পেয়েই তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। ইতিমধ্যেই দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
মৃতের নাম রাজেশ রজক। বছর ২৮-এর ওই শিক্ষক নরেন্দ্রপুর থানা এলাকার রামচন্দ্রপুরের বাসিন্দা। স্কুলে হিন্দি পড়াতেন তিনি। এমনটাই জানিয়েছে পুলিশ।
পরিবার সূত্রে খবর, শনিবার সকাল থেকেই তাঁর খোঁজ না পেয়ে তারা স্কুলে খোঁজ-খবর নিতে যান। সেখানে গিয়েই একটি ক্লাসঘর থেকে রাজেশের ঝুলন্ত দেহ উদ্ধার হয়।
পুলিশ জানিয়েছে, পরিবারের লোকেরা দাবি করেছেন, সম্প্রতি বাড়িতে প্রবল অশান্তি হয়েছিল। তারপর শনিবার সকালে বাড়ি থেকে বেরিয়ে যান রাজেশ। বাড়ির লোকজন খোঁজ-খবর শুরু করলে দুপুরে স্কুলের ক্লাসরুম থেকে উদ্ধার হয় তাঁর দেহ।
স্কুলের চাবি রাজেশের কাছেই ছিল বলে জানিয়েছেন পরিবারের লোকজন। সেই কারণেই তাঁদের ধারণা হয়েছিল, রাজেশ সম্ভবত স্কুলেই গিয়ে থাকতে পারেন।
মৃত্যুর নেপথ্যে অন্য কোনও কারণ নাকি পারিবারিক অশান্তির জেরেই আত্মহত্যা করেছেন ওই শিক্ষক, তা এখনও স্পষ্ট মৃত্যুর নেপথ্যে অন্য কারণ, তা খতিয়ে দেখছে তদন্তকারীরা। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট এলেই এলেই মৃত্যুর কারণ স্পষ্ট হবে বলে জানাচ্ছেন তাঁরা।