শেষ আপডেট: 10th January 2025 16:23
দ্য় ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: আবারও হাজিরা এড়ালেন বিজেপি বিধায়ক পবন সিং। ভাটপাড়া পুরসভার টেন্ডার দুর্নীতির মামলায় রাজ্যের গোয়েন্দা বিভাগ সিআইডির তরফ থেকে একাধিকবার নোটিস পাঠানো হয়েছে ভাটপাড়া বিধানসভা কেন্দ্রের বিধায়ক অর্জুনপুত্র পবন সিংকে। কিন্তু কোনওবারই হাজিরা দেননি তিনি। ডেকে পাঠানো হলেও আজ শুক্রবারও হাজিরা এড়ালেন তিনি।
৮ই জানুয়ারি বুধবার সিআইডির তরফ থেকে ভবানীভবনে ডেকে পাঠানো হয়েছিল ভাটপাড়ার বিধায়ককে। নোটিসে দেওয়া সময় নিয়ে বিভ্রাটের জেরে সাময়িক অস্বস্তি তৈরি হয়। তবে ওইদিন হাজিরা দেননি পবন। তারপরেই ফের সংশোধিত নোটিস পাঠানো হয় তাঁকে। আজ শুক্রবার বেলা ১২টায় তাঁকে ভবানী ভবনে হাজিরা দিতে বলা হয়েছিল। কিন্তু এ দিনও ভবানীভবনে যাননি তিনি।
সকালে ভাটপাড়ার বিধায়ক সাংবাদিকদের জানান বিধানসভায় স্ট্যান্ডিং কমিটির মিটিং রয়েছে। তাই যেতে পারেননি। তিনি বলেন, "আগেও আমি একাধিকবার ওদের জানিয়েছি ১০ তারিখের পরে আমার জন্য সময় ধার্য করুন কিন্তু ওরা ১০ তারিখেই আবার আমাকে ডেকেছে। বিধানসভায় স্ট্যান্ডিং কমিটির মিটিং থাকায় আমার পক্ষে হাজিরা দেওয়া সম্ভব নয়।"
ভাটপাড়া পুরসভায় চেয়ারম্যান রিলিফ ফান্ডের টাকায় বেনিয়মের অভিযোগে রাজ্য পুলিশের গোয়েন্দা সদর দফতর ভবানী ভবনে তলব করা হয়েছিল ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ তথা তৎকালীন পুরসভার চেয়ারম্যান অর্জুন সিংকে। বৃহস্পতিবার হাজিরা দেন অর্জুন।