শেষ আপডেট: 2nd February 2025 22:20
দ্য ওয়াল ব্যুরো: প্রায় দশতলা সমান ১১১ ফুটের সরস্বতী প্রতিমা! হ্যাঁ, শুনতে অবাক লাগলেও দক্ষিণ চব্বিশ পরগনার মহেশতলা থানার অন্তর্গত বাটানগরে এবারের সরস্বতী পুজোয় নতুন চমক। এখানে তৈরি হয়েছে বিশ্বের সবচেয়ে বড় সরস্বতী প্রতিমার আদলে মণ্ডপ।
বাটানগরের নিউল্যান্ডের মাঠে এলেই দেখতে পাবেন বিশ্বের এই বৃহত্তম সরস্বতী। দীর্ঘদিন ধরেই বাটানগরে বাগদেবীর আরাধনা করে আসছে বাটানগর স্কোয়াড এবং ক্রিয়েশন নামে দু'টি ক্লাব। তবে বড় পুজোর স্বার্থে এই প্রথমবার ক্লাব দুটি যৌথভাবে পুজো করছে বলে খবর। রবিবার সকাল থেকেই মণ্ডপে লম্বা লাইন চোখে পড়ে। বেলা গড়িয়ে সন্ধে হতেই পাল্লা দিয়ে বেড়েছে ভিড়। ১১১ ফুটের সরস্বতী প্রতিমা দেখতে মানুষজনের ভিড় বাড়ছে।
পুজো উদ্যোক্তাদের দাবি, এটি দুনিয়ার সব থেকে বড় সরস্বতী প্রতিমা। শনিবার উদ্বোধনের পর দূর-দূরান্ত থেকে প্রচুর মানুষ ভিড় জমিয়েছেন এই পুজো দেখতে। ৮-৮০ সবাই আসছেন ঠাকুর দেখতে। লোহার পাইপ, বাঁশ, থার্মোকল, চট দিয়ে তৈরি হয়েছে এটি।
উদ্যোক্তারা আরও জানিয়েছেন, এর আগে এত উঁচু সরস্বতী প্রতিমা বিশ্বের কোথাও হয়নি। বিশাল প্রতিমা তৈরির পাশাপাশি নিরাপত্তার বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে। আচমকা কোনও প্রাকৃতিক বিপর্যয় হলেও এই দশতলা উঁচু সরস্বতী প্রতিমা যাতে পড়ে না যায়, তার জন্য সব রকম ব্যবস্থা নেওয়া হয়েছে।
শিল্পী সোমনাথ তামলির হাতে দেবী সরস্বতীর আদলে গড়ে উঠেছে ১১১ ফুটের এই মণ্ডপ। তবে কমিটি সূত্রে জানা গিয়েছে, প্রশাসনের থেকে সবুজ সংকেত নিয়েই পুজোর কাজ শুরু করেছেন তাঁরা। আলাদা করে নিরাপত্তার ব্যবস্থাও করা হয়েছে। পয়লা ফেব্রুয়ারি, শনিবার এই পুজোর উদ্বোধন হলেও পঞ্জিকা মেনে পুজো হবে ৩রা ফেব্রুয়ারি সোমবার। সরস্বতী পূজোকে কেন্দ্র করে পূজোর আশেপাশের ফাঁকা মাঠেও বসেছে মেলা। পুজো উদ্যোক্তারা জানিয়েছেন, পুজো শুরুর এক মাস আগে থেকেই বাটানগরের নিউল্যান্ড মাঠে সাজ সাজ রব। বড় বড় ক্রেনের মাধ্যমে সরস্বতী প্রতিমাটি স্থাপন করা হয়েছে।
মহেশতলা পুরসভার ৩৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার গোপাল সাহা বলেন ‘প্রতিমার মূল কাঠামোকে চারপাশ থেকে ঘিরে দশতলা সমান উঁচু বাঁশ দিয়ে ব্যারিকেড করা হয়েছে। তার ভিতর থাকছে লোহার পাইপ দিয়ে তৈরি কাঠামো। ফলে যদিও কখনও ঝড় হয় তাহলে প্রতিমা হেলে যাওয়ার কোনও অবকাশ নেই। বলা যায় সব দিক বেঁধে আমরা এই আয়োজন করেছি।’
স্থানীয়দের মতে, নিউল্যান্ডের দুর্গাপুজো এই এলাকায় খুবই জনপ্রিয়। সেই মাঠেই এ বার দশ তলা সমান উচ্চতার সরস্বতী পুজোর আয়োজন করা হচ্ছে। এটা আমাদের কাছে খুবই গর্বের।