শেষ আপডেট: 23rd September 2024 13:46
দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: লোকসভার ভোট মিটেছে অনেক আগেই। সামনে ২৬ শের ভোট। এরমধ্যে ফের শিরোনামে ভাটপাড়া। একটি ভিডিও ভাইরাল হতেই অর্জুন-সোমনাথ তরজা শুরু হয়েছে। এরসঙ্গে উঠে আসছে শাসকদলের গোষ্ঠীকোন্দল। সেই ভিডিওয় মুহম্মদ মমতাজ নামে এক যুবককে দাবি করেছে, ভাটপাড়ার পুরসভার এক তৃণমূল কাউন্সিলর অপর এক তৃণমূল কাউন্সিলরকে খুন করতে তাকে সুপারি দিয়েছিলেন। যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি দ্য ওয়াল।
ভিডিওয় মমতাজ দাবি করেছে, তাকে ৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর নুরে জামাল ওরফে সাবেহকে খুন করার জন্য মোটা অংকের টাকার দেওয়া হয়েছিল। ভাটপাড়া পুরসভার ২ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর গোপাল রাউত বিরুদ্ধে সুপারি দেওয়ার অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নুরে জামাল পুরসভার স্বাস্থ্য বিভাগের পুরপারিষদের দায়িত্বে রয়েছেন।
এই ঘটনা কীভাবে সামনে এল? স্থানীয় সূত্রে থেকে জানা গিয়েছে, দিন কয়েক আগে মহম্মদ মুমতাজকে নিষিদ্ধ মাদক-সহ গ্রেফতার করেছিল ভাটপাড়া থানার পুলিশ। তখনই তাকে জেরা করার সময়েই কাউন্সিলরের খুনের পরিকল্পনার কথা সামনে আসে। শুধু নুরেজামাল নয়, পিকে- নামে আরও একজনকে খুন করতে সুপারি দেওয়া হয়েছিল বলে অভিযোগ। প্রথমে মমতাজকে দেড় লক্ষ টাকা ও কাজ শেষ হওয়ার পরে আরও সাড়ে আট লক্ষ টাকা দেওয়া কথাও বলা হয়। মমতাজ একা নয়, এই ঘটনায় নিজাম নামে আরও এক দুষ্কৃতীকে লুধিয়ানা থেকে নিয়ে আসার কথাও হয়েছিল।
ভিডিও ভাইরাল হওয়ার পরেই ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং বিরুদ্ধে এই ঘটনার জন্য দায়ী করেছেন তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যাম। তাঁর অভিযোগ, ভাইরাল ভিডিওয় যে নামগুলো শোনা গিয়েছে, তাদের মধ্যে অর্জুন ঘনিষ্ঠ রাজু হিটারের নামও উঠে এসেছে। সোমনাথ শ্যামের দাবি, অর্জুন সিং ভাটপাড়াকে ফের অশান্ত করতে চাইছেন। এই রাজু হিটার সঙ্গে অর্জুনের সখ্যতা বহু দিনের। তাঁর গাড়িতেও মাঝে মধ্যে দেখা যায় রাজুকে। এমন কী অর্জুন সিংয়ের বাড়ি ও দফতরেও রাজুর যাতায়াত রয়েছে।
সোমনাথ শ্যামের এই অভিযোগ অস্বীকার করেছেন প্রাক্তন সাংসদ অর্জুন সিং। তাঁর দাবি, এই ঘটনার সঙ্গে তৃণমূলেরক গোষ্ঠীদ্বন্দ্ব জড়িয়ে রয়েছে। তাঁর সঙ্গে রাজুর কোনও সম্পর্ক নেই। অর্জুনের কথায়, "ব্যারাকপুরে এখন আমরা রেফারির কাজ করছি। কে ফাউল হল, কে মরল, কে বাঁচল এটা দেখাই আমাদের কাছ। এর বাইরে কোনও ভূমিকায় বিজেপি নেই।"