শেষ আপডেট: 12th September 2024 19:40
দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: বাবাকে বেঁধে রেখে ধারাল বটি দিয়ে মাকে নৃশংসভাবে খুন! এমন অভিযোগ উঠল ৩০ বছরের এক যুবকের বিরুদ্ধে। ঘটনার পর থেকে সে পলাতক।
বসিরহাটের বাদুড়িয়া পুরসভার ২ নম্বর ওয়ার্ডের আধান মানিক এলাকায় এই ঘটনা ঘিরে উত্তেজনা ছড়িয়েছে। পুলিশ সূত্রে জানাগিয়েছে, অভিযুক্তের নাম রাজু সানা। পেশায় সে গাড়ির চালক। বুধবার রাতে বাড়ি ফিরতেই মা আলপনা সানার সঙ্গে অশান্তি বাঁধে রাজুর। বাবা সুরঞ্জন সানা প্রতিবাদ করেন।
অভিযোগ, বাধা দেওয়ায় বাবাকে বেদম মারধর করে অভিযুক্ত। ওই বৃদ্ধকে ঘরে দড়ি দিয়ে বেঁধে রাখে। তারপরে সবজি কাটার ধারালো বটি দিয়ে মাকে কোপাতে থাকে। বৃদ্ধ-বৃদ্ধার চিৎকারে শুনে প্রতিবেশীরা ছুটে আসেন। বৃদ্ধাকে আশঙ্কাজনক অবস্থায় বাদুড়িয়া গ্রামীণ হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসারত অবস্থায় তাঁর মৃত্যু হয়।
অভিযুক্তের বাবা, ছেলে রাজুর বিরুদ্ধে থানায় লিখিতভাবে খুনের অভিযোগ দায়ের করেন। পলাতক ছেলের খোঁজে তল্লাশি চালাচ্ছে বাদুড়িয়া থানার পুলিশ।
পরিবার সূত্রে খবর, গত দু'বছর আগে স্ত্রী খুনের অভিযোগ ওঠে রাজুর বিরুদ্ধে। কয়েকমাস জেলও খেটেছিল। বাইরে বেরিয়ে এলাকার এক তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্ক তৈরি হয় রাজুর। তবে পরিবারের উপর বিয়ের জন্য চাপ দিচ্ছিল তরুণীর পরিবার। তাই রাজু বাবা-মায়ের কাছে মোটা অর্থ দাবি করে। ছেলের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে বাবা সুরঞ্জন। খুনের মোটিভ নিয়ে ধন্দে পড়েছে বাদুড়িয়া থানার পুলিশ। মৃত দেহ ময়নাতদন্তে জন্য বসিরহাট স্বাস্থ্য জেলার পুলিশ মর্গে পাঠানো হয়েছে।