শেষ আপডেট: 25th September 2024 18:11
দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: হিন্দি সিনেমার নায়িকা হওয়ার শখ নাবালিকা মেয়ের। মুম্বই নিয়ে গিয়ে সিনেমায় সুযোগ করে দেবে বলেছিল এক 'দিদি'। সেই 'দিদি'র কথা বিশ্বাস করে মুম্বই গিয়েছিল নাবালিকা। সেখানে গিয়ে পাচারকারীদের খপ্পরে পড়ে। কোনও রকমে চক্রের ডেরা পালিয়ে এসে 'মিডল ম্যান' ওই 'দিদি'কে পুলিশের হাতে ধরিয়ে দিল সে। সোমবার তনুজা বিবি নামে ওই মহিলাকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার তাঁকে বসিরহাট আদালতে তোলা হয়েছিল। পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। ইতিমধ্যে রেল পুলিশের সহযোগিতায় হাসনাবাদ থানার পুলিশ ওই নাবালিকাকে উদ্ধার করেছে।
হাসনাবাদ থানা এলাকার চাষি পরিবারের মেয়ে ওই নাবালিকা। সিনেমায় অভিনয় করার শখ রয়েছে। তনুজা নামে ওই মহিলার সঙ্গে কয়েকদিন আগেই তার আলাপ হয়। নাবালিকার সঙ্গে কথা বলতে বলতে তনুজা তার ইচ্ছের কথা জানতে পারে। সুযোগ পেতে নাবালিকাকে সে মুম্বই নিয়ে যাওয়ার টোপ দেয়। বাড়ি থেকে পালিয়ে স্বপ্নপূরণের জন্য তনুজার হাত ধরেই সে মুম্বইয়ে পাড়ি দেয়। কিন্তু তনুজার উদ্দেশ ছিল নাবালিকাকে নিয়ে কোনওভাবে মুম্বইয়ে পা রাখা। সেখানে একটি দলের হাতে দুই নাবালিকাকে তুলে দেবে সে। কিন্তু তনুজার সেই উদ্দেশ সফল হয়নি। মুম্বইয়ে পৌঁছতেই নাবালিকা বুঝতে পারে সে পাচারকারীদের খপ্পরে পড়েছে। কোনওভাবে সেখান থেকে পালিয়ে যায় সে। অবশেষে মহারাষ্ট্রের কুরালা জিআরপি কাছে আশ্রয় নেয় সে। তাই নাবালিকাকে হোমে রাখার ব্যবস্থা করে।
এদিকে পরিবারের লোকজন মেয়েকে খুঁজে না পেয়ে হাসনাবাদ থানায় খবর দেয়। খোঁজো খবর নেওয়া পরে রেল পুলিশের কাছ থেকে ওই নাবালিকার খোঁজ পায় প্রশাসন। এদিকে হাসনাবাদ থানার আইসি গোপাল বিশ্বাসের নেতৃত্বে বিশেষ প্রতিনিধি দল নাবালিকাকে উদ্ধার করতে যায়। নাবালিকার পরিবারের পাশে দাঁড়িয়েছে স্থানীয় স্বেচ্ছাসেবী সংস্থা।