শেষ আপডেট: 11th September 2024 20:03
দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: বিশেষ চাহিদা সম্পন্ন তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠল মামার বিরুদ্ধে। এই ঘটনায় বসিরহাট থানার পিপা গ্রাম পঞ্চায়েতের পিফা বলফিল্ড এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।
বছর ১৮র বিশেষ চাহিদা সম্পন্ন তরুণী ঠিকমতো কথা বলতে পারে না। পুলিশ সূত্রে জানাগিয়েছে, অভিযুক্ত মামার নাম স্বপন দাস। বছর পঞ্চাশের অভিযুক্ত ঘটনার পর থেকে পলাতক।
তরুণীর বাবা-মায়ের অভিযোগ, মঙ্গলবার দুপুর বারোটা নাগাদ বাড়িতে কেউ ছিল না। তরুণী বাড়িতে একাই ছিল। ঘরের মধ্যে ঢুকে ১৮ বছরের ভাগ্নির উপর যৌন নির্যাতন চালায় অভিযুক্ত। পরে ওই তরুণীর শারীরিক অবস্থা অবনতি হলে পুরো বিষয়টা বাবা-মাকে জানায়।
তারপরে পরিবারের তরফ থেকে বসিরহাট থানায় মামা স্বপন দাসের বিরুদ্ধে ধর্ষণে অভিযোগ দায়ের করেন তরুণীর বাবা-মা। অভিযুক্ত মামা পলাতক। তরুণীর মেডিকেল টেস্ট করা হয়েছে। বুধবার বসিরহাট মহকুমা আদালতে গোপন জবানবন্দি নেওয়া হয় নির্যাতিতার।