শেষ আপডেট: 21st September 2024 14:10
দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: ৮ বছরের নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ উঠল প্রতিবেশীর বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে বসিরহাটের হাসনাবাদে। টাকি পুরসভার ১১ নম্বর ওয়ার্ডে নাবালিকার বাড়ি। থানায় অভিযোগ দায়ের হতেই এলাকা ছেড়ে অভিযুক্ত।
ঘটনার সূত্রপাত হয় ১৭ সেপ্টেম্বর। এলাকার একটি মন্দিরের সামনে খেলা করছিল ওই নাবালিকা। অভিযোগ, তখন ওই যুবক তাকে বাড়িতে ডেকে নিয়ে যায়। নাবালিকাকে যৌন হেনস্থা করে। নাবালিকা ভয়ে ওই ঘটনার কথা কাউকে জানায়নি। মানসিকচাপে অসুস্থ হয়ে পড়ে সে। পরিবারের লোকেরা ওই নাবালিকার কাছে কারণ জানাতে চাইলে কান্নায় ভেঙে পড়ে।মা-বাবাকে সমস্ত কথা জানিয়ে দেয়। এরপরেই নাবালিকার বাবা হাসনাবাদ থানায় ২৬ বছরের ওই যুবকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। ঘটনার পর থেকে এলাকা দেখা যায়নি ওই যুবককে।
তার খোঁজে তদন্ত শুরু করেছে পুলিশ। নাবালিকার স্বাস্থ্যপরীক্ষা করা হয়েছে। শনিবার বসিরহাট মহকুমা আদালতে গোপন জবানবন্দি নেওয়া হয়েছে। পলাতক ওই যুবকের খোঁজে তল্লাশি শুরু করেছে হাসনাবাদ থানার পুলিশ।
স্থানীয়দের দাবি, ওই যুবক সারাদিন মদ্যপ অবস্থায় ঘুরে বেড়াত। কয়েকদিন আগে ওই যুবকের স্ত্রী অন্য একজনের সঙ্গে পালিয়ে যায়। তারপর থেকে বাড়িতে একাই থাকতে সে। ওই দিন নাবালিকা তাঁর বন্ধুদের সঙ্গে খেলা করছিল। তখনও ওই যুবক তাঁকে বাড়িতে ডেকে নিয়ে যায়। এর পরেই এই শ্লীলতাহানির ঘটনার কথা সামনে আসে।