শেষ আপডেট: 22nd July 2024 19:48
দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: স্বামীর সঙ্গে মুম্বইতে থাকতেন। আচমকাই কয়েকদিন আগেই সেখানে থেকে চলে এসেছিলেন বসিরহাটের বাড়িতে। কাউকে কিছু বলেননি। কিন্তু মুম্বাই পুলিশের তদন্তকারীদের দল গ্রামের ঢুকতেই ফাঁস হল স্ত্রীয়ের কীর্তি। পুলিশের অভিযোগ, ওই মহিলা মুম্বইয়ে স্বামীকে খুন করে এখানে পালিয়ে এসেছেন। এই ঘটনার জেরে স্বরূপনগর ব্লকের গোবিন্দপুর জিপি এলাকার তরণীপুর গ্রামে ঢি ঢি পড়ে যায়।
পুলিশ সূত্রে জানাগিয়েছে, ধৃত ওই মহিলার নাম রোজিনা মণ্ডল। রোজিনা ও তাঁর স্বামী জালাল মণ্ডল দুজনেই পরিযায়ী শ্রমিক। তারা কাজের সূত্রে মুম্বইয়ে থাকতেন। রাজমিস্ত্রির কাজ করতেন। সেখানেই কয়েক দিন আগে স্বামী-স্ত্রীর মধ্যে বচসা হয় জালাল ও রোজিনার। অভিযোগ, ওই দিনই রাগের মাথায় স্বামীকে খুন করেন রোজিনা। তারপরেই পালিয়ে আসে বসিরহাটের বাড়িতে।
ঘটনা তদন্তে নামে ভাণ্ডার থানার পুলিশ। রবিবার সকালে একজন মহিলা কনস্টেবল সহ তিনজন প্রতিনিধি স্বরূপনগরে পৌঁছায় গোবিন্দপুর জিপির এলাকার তরুণীপুর গ্রামে পৌঁছয়। সেখানে জালালকে খুনের অভিযোগে স্ত্রী রোজিনাকে গ্রেফতার করে । সোমবার সকালে ট্রানজিট রিমান্ডে নেওয়ার জন্য বসিরহাট মহকুমা আদালতে তোলা হয়েছিল অভিযুক্তকে।