বিধায়কের গাড়ি আটকে অভব্য আচরণ, ধৃত বিজেপি কাউন্সিলরের স্বামী সহ ১
শেষ আপডেট: 15th October 2024 12:45
দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: বিধায়কের গাড়ি আটকে দেহরক্ষীকে মারধর ও গালিগালাজ করার অভিযোগে বিজেপি কাউন্সিলরের স্বামীকে গ্রেফতার করল হাসনাবাদ থানার পুলিশ। সঙ্গে কাউন্সিলের এক অনুগামীকেও গ্রেফতার করেছে। যদিও অভিযুক্ত কাউন্সিলর ও তাঁর মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছে না।
ধৃত বিজেপি কাউন্সিলরের স্বামীর নাম অরবিন্দ মণ্ডল। তিনি ঘটনার সময়ে উপস্থিত ছিলেন। বিধায়কের গাড়ি আটকে তাঁর সঙ্গে বিজেপি কাউন্সিলর ও তাঁর মেয়ের অভব্য আচরণের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি দ্য ওয়াল। এরপরেই কাউন্সিলরের স্বামী দাবি করেন, তাঁরা হাসনাবাদে বিজয়া সেরে বাড়ি ফিরছিলেন। সেই সময়ে বিধায়ক চালকের সঙ্গে তাঁদের কথা কাটাকাটি হয়। তবে সেদিনই মিটমাট হয়ে গেছিল। কারা সেই ভিডিও ভাইরাল করেছে, তিনি জানেন না। কাউন্সিলর উমা মণ্ডলের ঠাণ্ডা লেগে গলা বসে গেছে। তাই তিনি কথা বলতে পারছেন না।
কী হয়েছিল রবিবার রাতে? এবিষয়ে সপ্তর্ষি বন্দ্য়োপাধ্যায়ের দাবি করেন, ওই রাতে নিজের গাড়িতেই বাড়ি ফিরছিলেন তিনি। সেই সময়ে সড়কের উপর জটলা করছিলেন বিজেপি কাউন্সিলর উমা মণ্ডল, তাঁর স্বামী অরবিন্দ, ও তাঁদের অনুগামীরা। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন কাউন্সিলরের মেয়েও। তাঁদের জন্য তৃণমূল বিধায়কের গাড়ি আটকে যায়। বিজেপি নেতা-কর্মীদের পথ ছাড়তে বললে বিধায়কের চালকের বচসা বাঁধে কাউন্সিলরের। তখন বিধায়কের দেহরক্ষীরা গাড়ি থেকে নেমে পড়েন। সেই সময়ে দেহরক্ষীদের সঙ্গে বচসা শুরু করে দেন বিজেপি নেত্রী। তাঁদের মারধর করেন ওই কাউন্সিলর। এদিকে গন্ডগোলের মধ্যে বিধায়কের গাড়ি বনেটের উপর চড়ে বসেন বিজেপি কাউন্সিলরের মেয়েও। চিৎকার করে গালিগালাজ করতে থাকেন ওই তরুণী। এই ঘটনার ভিডিওই ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়।
এবিষয়ে বিধায়ক সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায় বলেন, বাংলার সংস্কৃতি, কৃষ্টি, সম্প্রীতি বিজেপি জানে না। বিজেপিকে কেন বাংলার মানুষ প্রত্যাখ্যান করে, তা আজ প্রমাণিত।" তৃণমূল বিধায়ক ইতিমধ্যে হাসনাবাদ থানায় বিজেপি কাউন্সিলর উমা মণ্ডল সহ ৬ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ জানিয়েছে। অভিযোগ পেতেই পুলিশ দুই বিজেপি কর্মীকে চিহ্নিত করে গ্রেফতার করেছে।