শেষ আপডেট: 14th March 2025 20:12
দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: টিটাগরে টিএমসিপি কর্মী বলে পরিচিত অমর চৌধুরী ওরফে আকাশের খুনের ঘটনা ফের উত্তপ্ত ব্যারাকপুরের রাজনীতি (barrackpur politics)। এই খুনের ঘটনা পুরোনো শত্রুতার জেরে হয়েছে বলে পুলিশের প্রাথমিক তদন্তে উঠে এলেও এই গোটা ঘটনার তৃণমূল (TMC) নেতৃত্বের বিরুদ্ধে দায় চাপিয়েছেন বিজেপির(BJP) প্রাক্তন সাংসদ অর্জুন সিং।
অর্জুন সিংয়ের জোড়ালো দাবি, জেলের ক্রিমিনালদের বাইরে এনে কারখানার দখল নেওয়া নিয়ে খুনোখুনি চলছে। আর এই দুষ্কৃতীদের পুলিশ নিরাপত্তা দিচ্ছে। তৃণমূল নেতৃত্ব অবশ্য এই বিষয়ে কিছু বলতে চায়নি। দোলের দিন সকালে রক্তাক্ত হয় খড়দহ। নন্দ বোস রোডে এক যুবককে ছুরি দিয়ে এলোপাথাড়ি কোপানোর অভিযোগ ওঠে কয়েকজন দুষ্কৃতীর বিরুদ্ধে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী।
সঙ্গে সঙ্গে আহত আকাশ চৌধুরীকে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে বলরাম সেবা মন্দির হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি হওয়ায় বেলঘড়িয়ার একটি বেসরকারি হাসপাতালে পাঠানো হয় তাকে। সেখান থেকে কলকাতার একটি সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়।
পুলিশসূত্রে জানা গেছে, বর্ষবরণের রাতে টিটাগড় পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডের অন্তর্গত খড়দহের নন্দ বোস রোড এলাকায় স্থানীয় দুই দল যুবকের মধ্যে বচসা হয়। দোলের দিন দুপুরে দুই দল যুবকের মধ্যে ফের বচসা বাঁধলে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। সেই বচসার জেরে আকাশ নামে ওই যুবককের গলায় ও পেটে ছুরি দিয়ে এলোপাথাড়ি কোপ মারে স্থানীয় কিছু দুষ্কৃতী।
ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসেন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের অতিরিক্ত উপনগরপাল ইন্দ্রবদন ঝা, অতিরিক্ত নগরপাল (ব্যারাকপুর) মোহাম্মদ বদরুজ্জামান, খড়দহ থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক সহ বিশাল পুলিশ বাহিনী ।ঘটনাস্থলে আসেন টিটাগড় পুরসভার পুরপ্রধান কমলেশ সাউ, টিটাগড় পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডের পুরপিতা নাজির খান। স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত পবন রাজভর সদ্য জেল থেকে ফিরেছে। ফিরেই খুনের হুমকি দিয়েছিল আকাশকে। পবনকে গ্রেফতার করেছে পুলিশ।