শেষ আপডেট: 30th January 2025 12:12
দ্য ওয়াল ব্য়ুরো, উত্তর ২৪ পরগনা: বুধবার সকালে গান্ধীঘাটে মহাত্মা গান্ধীর প্রয়াণ দিবসের প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। রাজ্যপালের উপস্থিতিতে বারবারই ঘুমে ঢুলে পড়তে দেখা যায় ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিককে। বারবার তিনি ঘুমে ঢুলে পড়ায় অস্বস্তিতে পড়ে যান পাশে বসে থাকা রাজ্য প্রশাসনের আধিকারিকরা। তবে এই বিষয়ে কেউ মুখ খোলেননি।
পরে গান্ধী ঘাটে দাঁড়িয়ে কুম্ভের ঘটনা প্রসঙ্গে ক্ষোভ উগরে দেন ব্যারাকপুরের সাংসদ। কুম্ভের মর্মান্তিক ঘটনা নিয়ে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, "মুখে ধর্মের কথা না বলে মানুষ যাতে ধর্ম টা ঠিক করে পালন করতে পারে তার ব্যবস্থা করুন, মন দিয়ে কাজ না করলে এমন দুঃখজনক ঘটনাই ঘটে।"
কুম্ভের ঘটনা নিয়ে বলতে গিয়ে গঙ্গাসাগরের প্রসঙ্গও টানেন পার্থ ভৌমিক। কিছুদিন আগেই শেষ হয়েছে গঙ্গাসাগরে পুণ্যস্নান। সেই প্রসঙ্গ টেনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করে তিনি বলেন, "উনি মন থেকে সব কাজ করেন তাই তাঁর সময়ে গঙ্গাসাগর মেলার এতো উন্নতি হয়েছে। কিন্তু অন্যরা সেটা করে না বলেই কুম্ভ মেলায় এমন বিপত্তি ঘটেছে। শুধু মুখে ধর্মের কথা বললেই হবে না, যেখানে এত পুণ্যার্থী একত্রিত হচ্ছেন, তাঁদের প্রত্যেকের সুযোগ সুবিধা ও নিরাপত্তার দেখভাল করতে হবে সরকারকে। গঙ্গাসাগরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেটা করেন বলেই কোনও অশুভ কিছু ঘটে না।"