শেষ আপডেট: 24th January 2025 12:56
দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: নিজের ঘর থেকে উদ্ধার হল বৃদ্ধার গলা কাটা দেহ। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে ব্যারাকপুরে কাঁপাচাকলা পঞ্চায়েতের জেটিয়া থানার পাল্লাদহ শিমুলতলা মথুরাবিল গ্রামে। শুক্রবার বৃদ্ধার ঘরে তাঁকে মৃত অবস্থায় খুঁজে পান আত্মীয়রা। দেখেন, গলাকাটা অবস্থায় পড়ে রয়েছে তাঁর দেহ। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।
পুলিশ সূত্রে জানা গেছে, মৃত ওই বৃদ্ধার নাম ফুলজান বিবি। আত্মীয়রা বলছে, ৮০ বছরের ফুলজানের কারও সঙ্গে কোনও বিবাদ ছিল না। কীভাবে এই ঘটনা ঘটে গেল, ভেবেই তাঁরা কূলকিনারা পাচ্ছেন না।
ফুলজানের মেয়ে জানিয়েছেন, প্রতিদিন সকালে তাঁরা ফুলজানকে ডেকে ঘুম থেকে তোলেন। বাড়ির সমস্ত কাজ কর্ম সেরে তাঁরা ফুলজানকে ডাকতে গেছিলেন। সেই সময়ে ডাকাডাকি করলে ফুলজানের সাড়া পাওয়া যায়নি। ঘরের দরজা ভিতর থেকে আটকানো ছিল না। ঘরে ঢুকে তিনি দেখেন বিছানায় মৃত অবস্থায় পড়ে রয়েছে ফুলজান। ঘাড় একপাশে কাত হয়েছিল। ঘাড় তুলে দেখতেই আত্মীয়রা বুঝতে পারে ফুলজানের গলা কাটা। এতেই আঁতকে ওঠেন সকলে। তাঁদের চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসেন। পুলিশকেও খবর দেন। কে বা কারা নিরীহ বৃদ্ধার সঙ্গে এমন ঘটনা ঘটল, তা নিয়ে রহস্য ঘনিয়েছে আত্মীয় ও প্রতিবেশীদের মধ্যে। তদন্ত নেমেছে পুলিশ।