শেষ আপডেট: 25th February 2025 14:24
দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: চোর সন্দেহে এক যুবককে পিটিয়ে মারায় পানিহাটি পুরসভার কাউন্সিলর তারক গুহকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিল ব্যারাকপুর আদালত।
২০১৪ সালের ২৫ সেপ্টেম্বর পানিহাটি এলাকায় শম্ভু চক্রবর্তী নামে এক ব্যক্তিকে পিটিয়ে মারার অভিযোগ ওঠে ১০ জনের বিরুদ্ধে। ঘটনায় নাম জড়ায় ১১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তারক গুহরও। তখন অবশ্য তিনি কাউন্সিলর ছিলেন না। ওই দিনের ঘটনা ঘটে যাওয়ার বেশ কয়েক বছর পর পানিহাটি পুরসভার কাউন্সিলর হন অভিযুক্ত তারক। অভিযুক্ত আদালতে জামিনের আর্জি জানালেও তা খারিজ করে দেন মহামান্য আদালত।
প্রসঙ্গত, কয়েকদিন আগে ব্যারাকপুর আদালতে হাজিরা দিতে গিয়েছিলেন তারক। সেই সময় বিচারক কাউন্সিলরকে গ্রেফতার করার নির্দেশ দেন। দশ বছর ধরে ব্যারাকপুরে তৃতীয় অতিরিক্ত জেলা ও দায়রা আদালতের বিচারক অয়নকুমার বন্দ্যোপাধ্যায়ের এজলাসে মামলা চলে। অবশেষে গত ২১ ফেব্রুয়ারি মামলায় দোষী সাব্যস্ত করা হয় কাউন্সিলর-সহ ৫ জনকে। তাদের নাম তারক গুহ, নেপাল গুহ, জয়দেব মুখোপাধ্যায়, শ্যামল দাস ও হরিপদ সরকার। বাকি তিনজন মল্লিকা দে, নব চক্রবর্তী, বুড়োন দাসকে বেকসুর খালাস বলে ঘোষণা করা হয়েছে। আজ মঙ্গলবার কাউন্সিলর সহ পাঁচজনকেই যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়। এছাড়াও শম্ভুর পরিবারকে ১০০০০ টাকা দেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে।