শেষ আপডেট: 12th January 2025 13:24
দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: ফের চিকিৎসায় গাফিলতির অভিযোগ উঠল বারাসাত মেডিকেল কলেজের বিরুদ্ধে। শনিবার বারাসাত প্রতাপাদিত্য রোডের বাসিন্দা মঞ্জুলা দেব (৬২) তাঁর তিনতলা বাড়ির ছাদ থেকে নীচে পড়ে যান। পরিবারের লোক তড়িঘড়ি বারাসাত মেডিকেল কলেজে নিয়ে আসেন। সেখানে মহিলা সার্জিক্যাল বিভাগে মঞ্জুলাকে ভর্তি করা হয়। মহিলার চিকিৎসা শুরু হয় সেখানে।
কিছুক্ষণ পরে হাসপাতাল সূত্র থেকে জানানোর হয় রোগীর অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। এরপরেই আত্মীয়স্বজনরা দেখেন মঞ্জুলা অবস্থা খুবই সংকটজনক। আরও অবনতি হয়েছে। চিকিৎসক রোগীর সিটি স্ক্যান, এক্সরে করতে বলে গেলেও স্বাস্থ্যকর্মী বা নার্স কেউ উদ্যোগ নেননি বলে অভিযোগ। এদিন বিকেল চারটের সময় চিকিৎসাধীন অবস্থাতেই মৃত্যু হয় মঞ্জিলা দেবীর।
রোগী পরিবার আরও অভিযোগ, সম্পূর্ণ চিকিৎসার গাফিলতিতে মৃত্যু হয়েছে মঞ্জলার। হাসপাতলে কর্তব্যরত নার্স থেকে শুরু করে ওয়ার্ড বয় সকলে ফোনে ব্যস্ত। সারাক্ষণ তাঁরা ফেসবুক, ওয়াটঅ্যাপ দেখে চলেছে। রোগীদের দিকে তাকানোর তাঁদের সময়েই নেই। এই ভাবে তাঁদের গাফিলতিতেই ওই রোগীর মৃত্যু হয়েছে বলে দাবি। যাতে আর অন্য কোন পরিবারের সঙ্গে এরকম ঘটনা না ঘটে তাই বিক্ষোভে ফেটে পড়েন মৃতের আত্মীয়রা। কোনও রকমে পরিস্থিতি সামাল দেওয়া হয়। তবে এবিষয়ে হাসপাতালে কর্তৃপক্ষ কোনও মন্তব্য করেনি।