শেষ আপডেট: 6th December 2024 12:15
দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: ফেসবুক লাইভ করে স্কুল শিক্ষিকার আত্মহত্যার ঘটনায় তুমুল শোরগোল পড়ল বরাহনগরে। দোষীদের শাস্তির দাবিতে দক্ষিণেশ্বর থানায় অভিযোগ দায়ের করেছেন পরিজনরা।
বরাহনগর পুরসভার ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা জসবীর কাউর। বছর ৫৬র মহিলা দীর্ঘদিন ধরে ডানলপের খালসা মডেল সিনিয়র সেকেন্ডারি স্কুলে শিক্ষকতা করতেন। অভিযোগ, অবসর নেওয়ার আগে বিদ্যালয়ের পরিচালন সমিতি তাঁর যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলে। তাঁর পরিবারের লোকজন জানান, স্কুল কর্তৃপক্ষ তাঁর সঙ্গে বারবার অপমানজনক ব্যবহার করেছে। স্কুল শিক্ষিকা জাসবীর কাউর নিজের ফেসবুক লাইভে সেই সমস্ত কথাই জানান। তারপরেই নিজের বাড়িতে আত্মহত্যা করেন।
তাঁর ফেসবুক লাইভ দেখে পরিজনরা দ্রুত ছুটে আসেন। ঘর থেকে তাঁর ঝুলন্ত দেহ নামিয়ে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যান তাঁরা। কিন্তু শেষরক্ষা হয়নি। হাসপাতালে নিয়ে যাওয়া হলে ওই শিক্ষিকাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।
এই ঘটনার পরেই বিদ্যালয়ের প্রিন্সিপাল সহ পরিচালন সমিতির সভাপতি, বিদ্যালয়ের পরিচালন সমিতির সাধারণ সম্পাদকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন নিহত স্কুল শিক্ষিকা জাসবীর কাউরের ভাই জসবিন্দর সিং।
ঘটনা জানাজানি হতেই এলাকায় তুমুল উত্তেজনা ছড়ায়। দোষীদের শাস্তির দাবিতে এলাকার লোকজন এক হয়ে দক্ষিণেশ্বর থানায় যান। সেখানে অভিযোগ দায়ের করেন স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে। পুলিশ জানিয়েছে তদন্ত শুরু হয়েছে। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এ ব্যাপারে স্কুল কর্তৃপক্ষের কোনও বক্তব্য এখনও জানা যায়নি।