শেষ আপডেট: 15th September 2024 15:15
দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: শনিবার থেকে বঙ্গোপসাগরে ঘনিয়েছে দুর্যোগের ছায়া। সেই সময়ে মাঝ সমুদ্র মাছ ধরতে গিয়ে উল্টে গেল বাংলাদেশি ট্রলার। মাছ ধরার সময়েই ট্রলারটি উল্টে যায় বলে জানাগিয়েছে। অবেশে। বাংলাদেশী ওই মৎস্যজীবীরা ভাসতে ভাসতে ভারতীয় জল-সীমানা ঢুকে পড়েন। সেখানে থেকে তাঁদের উদ্ধার করেন ভারতীয় মৎস্যজীবীদের ট্রলার। ইতিমধ্যে ১২জন বাংলাদেশি মৎস্যজীবীকে উদ্ধার করেন।
উদ্ধার হওয়া মৎস্যজীবীরা জানিয়েছেন, গত ১১ সেপ্টেম্বর এমবি কৌশিক নামে একটি ট্রলারে করে ১৩জন মৎস্যজীবী গভীর সমুদ্র মাছ ধরার জন্য রওনা হয়েছিলেন। রাতভোর তারা মাছ ধরেছেন। তারপরে আবহাওয়া খারাপ হতে শুরু করে। উত্তাল হয়ে ওঠে সমুদ্র। বিশাল ঢেউ ট্রলারের আঁচড়ে পড়তে থাকে। ঢেউয়ের ধাক্কায় উল্টে যায় ট্রলার। তাঁরা সমুদ্র পড়ে যানষ। বাঁশের সাহায্যে কোনও রকমে ভেসে ভেসে থাকার চেষ্টা করেন ১২ জন। কিন্তু একজন নিখোঁজ হয়ে যায়। পরে ভারতীয় মৎস্যজীবীদের একটি ট্রলার তাঁদের সকলকে উদ্ধার করে। উদ্ধার হওয়া এই ১২ বাংলাদেশীর পাখুয়াখালি জেলার বাসিন্দা।
এ বিষয়ে সুন্দরবন সামুদ্রিক মৎস্যজীবী শ্রমিক ইউনিয়নের সম্পাদক সতীনাথ পাত্র বলেন, বৃহস্পতিবার বিকেলে সমুদ্র থেকে ফিরে আসছিল ভারতীয় মৎস্যজীবীদের একটি ট্রলার পারমিতা। সেই ট্রলারে থাকা মৎস্যজীবীরা বাংলাদেশি ওই ১২ মৎস্যজীবীকে সমুদ্রে ভেসে থাকতে দেখে উদ্ধার করেন। তাঁদের উদ্ধার করে পাথরপ্রতিমার ফেরিঘাটে নিয়ে আসা হয়। তবে একজন বাংলাদেশি মৎস্যজীবী নিখোঁজ রয়েছেন।
পুলিশ সূত্রে জানাগিয়েছে, রবিবার উদ্ধার হওয়া ১২ মৎস্যজীবীকে কাকদ্বীপ মহকুমা আদালতে তোলা হয়। তাঁদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছিল।