শেষ আপডেট: 9th January 2025 12:13
দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: সব জল্পনার অবসান ঘটিয়ে ভবানী ভবন রওনা দিলেন অর্জুন সিং। ভাটপাড়া পুরসভায় চেয়ারম্যান রিলিফ ফান্ডের টাকায় বেনিয়মের অভিযোগে রাজ্য পুলিশের গোয়েন্দা সদর দফতর ভবানী ভবনে তলব করা হয় ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ তথা তৎকালীন পুরসভার চেয়ারম্যান অর্জুন সিংকে।
গোয়েন্দা তলবের পরে বৃহস্পতিবার জগদ্দলে নিজের বাসভবন থেকে ভবানী ভবনের দিকে রওনা দিলেন বিজেপি নেতা অর্জুন সিং। একাধিক মামলায় অর্জুন সিং ও তাঁর পুত্র ভাটপাড়ার বিধায়ক পবন সিংকে বারবার নোটিস পাঠানো হচ্ছে। বুধবার তাঁদের হাজিরা দেওয়ার কথা থাকলেও অসুস্থ জানিয়ে ভবানী ভবনে যাননি। কোর্টের কাজ আছে জানিয়ে হাজিরা দেননি পবন সিংও।
পুরসভার চেয়ারম্যান থাকাকালীন চেয়ারম্যান রিলিফ পান্ডের টাকা ব্যক্তিগত কাজে লাগানো হয়েছে এই অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য ভবানী ভবনে ডাকা হয় তাকে। তদন্তকারীদের মুখোমুখি হতে যাওয়ার সময় এদিন প্রাক্তন সাংসদ অর্জুন সিং বলেন, "রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে বারবার আমাকে পুলিশ দিয়ে হেনস্থা করা হচ্ছে। চেয়ারম্যান রিফান্ডের টাকা থেকে অনেক গরিব মানুষকে সাহায্য করা হয়েছে। এমনকি মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার যখন কর্মীদের বেতন দিতে পারতে না চেয়ারম্যান রিলিভ ফান্ড থেকে মাইনে দেওয়া হয়েছে। বারবার ভবানী ভবনে ডেকে গাড়ির তেল আর আমার সময় নষ্ট করছে এরা। এবার সুপ্রিম কোর্টে যেতে হতে পারে।"
অর্জুন সিং পুর প্রধান থাকাকালীন দুর্নীতি হয়েছে। তাই আইন আইনের পথে চলবে দাবি করলেন ভাটপাড়া পুরসভার উপ পুরপ্রধান দেবজ্যোতি ঘোষ।