শেষ আপডেট: 1st February 2025 12:56
দ্য ওয়াল ব্যুরো: ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিককে 'সমাজবিরোধী' বলে নিশানা করলেন অর্জুন সিং। নৈহাটির অশান্তির জন্যেও দায়ী করলেন। তৃণমূলের সক্রিয় কর্মী খুনের ঘটনায় শুক্রবার ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পডে নৈহাটি বিধানসভা এলাকায়। তৃণমূলের সক্রিয় কর্মী সন্তোষ যাদব টোটো করে বাড়ি ফেরার পথে একদল দুষ্কৃতী তাঁর উপর হামলা চালায়। প্রকাশ্যেই খুন করা হয় তাঁকে।
সেই ঘটনার পর ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক বিজেপিকে কাঠগড়ায় তোলে। এই খুনের জন্য অর্জুন সিংকে দায়ী করেন সাংসদ। এরপরেই উত্তপ্ত হয়ে ওঠে নৈহাটি। বিজেপির কার্যালয় সিং ভবনে ভাঙচুর চালিয়ে আগুন লাগিয়ে দেয় দুষ্কৃতীরা। শনিবার এরজন্য পার্থ ভৌমিককে কাঠগড়ায় তুললেন অর্জুন সিং। তাঁর অভিযোগ, পার্থর উস্কানিতেই তৃণমূল আশ্রিত গুন্ডারা এই কাজ করেছে।
অর্জুন সিংয়ের দাবি, তিনি বা বিজেপি কেউ এই খুনের ঘটনার সঙ্গে কোনওভাবেই জড়িত নন। মৃত ব্যক্তির সাথে জমি, ব্যবসার টাকা ভাগ বাঁটোয়ারা নিয়ে গন্ডগোল হয়েছিল। তার জেরেই এই ঘটনা ঘটেছে। অর্জুন বলেন, "পার্থ ভৌমিক নিজেই একজন ক্রিমিনাল। উনি চারপাশে যাঁদের নিয়ে ঘোরেন তাঁরা সবাই সমাজবিরোধী কাজকর্মের সঙ্গে জড়িত। কেউ অবৈধ বালির কারবারি, কেউ আবার বেআইনি লটারির কারবার করে পার্থকে টাকার জোগান দেয়।"
সাংসদ ও প্রাক্তন সাংসদের এই বাক যুদ্ধে শুক্রবারের পর শনিবারও তেতেই রইল নৈহাটি।