শেষ আপডেট: 6th November 2024 17:32
দ্য ওয়াল ব্যুরো, দক্ষিণ ২৪ পরগনা: পানীয়র সঙ্গে নেশাদ্রব্য মিশিয়ে বেহুঁশ করে এক তরুণীকে গণধর্ষণের অভিযোগ উঠেছিল নরেন্দ্রপুরে। সেই ঘটনায় আগেই দুই অভিযুক্তকে গ্রেফতার করেছিল পুলিশ। পলাতক ছিল দুজন। বুধবার এই ঘটনায় জড়িত আরও দুজনকে গ্রেফতার করল নরেন্দ্রপুর থানার পুলিশ।
রাজীব সরদার ও রাকেশ নস্কর নামে দুই অভিযুক্তকে আগে গ্রেফতার করেছিল পুলিশ। তাদের জেরার করার বুধবার মৃন্ময় সরদার ওরফে লাদেন ও সুব্রত দাস নামে আরও দু'জনকে গ্রেফতার করেছে নরেন্দ্রপুর থানার পুলিশ। এদের সকলের বাড়ি গড়িয়া এলাকায়। পুলিশের অনুমান, এই ঘটনায় সঙ্গে আরও অনেকে জড়িত থাকতে পারে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, চারজনের মধ্যে একজনের সঙ্গে সোশ্যাল মিডিয়ায় অভিযোগকারিণীর পরিচয় হয়েছিল। সেখান থেকে দুজনের বন্ধুত্ব গড়ে ওঠে। বন্ধুত্বের থেকে প্রেমের দিকে গড়ায় তাঁদের সম্পর্ক। কালীপুজোর ঠাকুর দেখতে যাওয়ার জন্য ওই তরুণীকে ডেকে পাঠিয়েছিল অভিযুক্ত ওই যুবক। গত ১ নভেম্বর ওই তরুণী অভিযুক্তের সঙ্গে গড়িয়া স্টেশনে দেখা করেন। সেখান থেকে ওই যুবক তরুণীকে নিয়ে বন্ধুর বাড়িতে যায়। যুবকের আরও কয়েকজন বন্ধু সেখানে উপস্থতি ছিল। অভিযোগ, তখন ওই তরুণীকে পানীয় খেতে দেয় তারা। সেই পানীয় খেয়ে বেঁহুশ হয়ে যান তরুণী। এরপরেই তরুণীকে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ।
বারুইপুর পুলিশ জেলার ডিএসপি (ক্রাইম) ফয়সাল বিন আহমেদ জানিয়েছেন, ঘটনার পরে অসুস্থ হয়ে পড়েছিলেন ওই তরুণী। তাঁকে হাসপাতাল ভর্তি করা হয়েছিল। গত ৩ নভেম্বর হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পরে নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করেন ওই তরুণী। ঘটনার তদন্ত চলছে।