শেষ আপডেট: 7th January 2025 16:08
দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: প্রাক্তন সাংসদ অর্জুন সিংয়ের পর এবার তার পুত্র বিজেপি বিধায়ক পবন সিংকে তলব। একই দিনে জোড়া নোটিস অর্জুন ও পবনকে। বুধবারই গোয়েন্দাদের মুখোমুখি হতে চলেছেন পিতা-পুত্র।
একজন ব্যারাকপুরের প্রাক্তন সংসদ, অপরজন বর্তমান ভাটপাড়ার বিধায়ক। দুজনেই ব্যারাকপুর শিল্পাঞ্চলের দাপুটে নেতা। এবার একযোগে একই দিনে পিতা ও পুত্রকে জোড়া নোটিস ধরাল রাজ্য পুলিশ। পুরোনো একটি মামলার পরিপ্রেক্ষিতে বুধবার সকালে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা বিভাগে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিংকে। অপরদিকে বুধবারই ভাটপাড়ার বিধায়ক পবন সিংকে অপর একটি মামলায় ভবানীভবনে রাজ্যের গোয়েন্দা দফতরে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
গোটা বিষয়টিকে রাজনৈতিক ষড়যন্ত্র বলে জানিয়েছেন অর্জুন-পবন দুজনেই। প্রসঙ্গত এর আগেও একাধিকবার ভবানীভবন ও ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা দফতরে প্রাক্তন সংসদ অর্জুন সিংকে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। ভবানী ভবনে হাজিরা দিলেও আইনি রক্ষাকবচের জেরে অর্জুন সিংকে তদন্তকারীদের মুখোমুখি হতে হয়নি।
মঙ্গলবার সাংবাদিক বৈঠক করে অর্জুন সিং বলেন, "মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে পন্থা অবলম্বন করে আমাকে আটকানোর চেষ্টা করছেন, তিনি ব্যর্থ হবেন। আমি ভয় পাই না।" বুধবার তিনি কমিশনারেটের গোয়েন্দা দফতরে উপস্থিত থাকবেন বলেও জানান।
অন্যদিকে বিধায়ক পবন সিং বলেন, "অর্জুন সিংয়ের ছেলে বলেই রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে পুলিশ এইসব করছে। হয়তো আমাকেও মিথ্যে ফাঁসিয়ে জেলে নিয়ে যাবে। আমি সব দিক থেকে প্রস্তুত। আমি ভবানীভবনেও হাজিরা দেব।"
তবে অর্জুন-পবনের বক্তব্যকে কটাক্ষ করে ভাটপাড়া পুরসভার ভাইস চেয়ারম্যান দেবজ্যোতি ঘোষ বলেন, "ভাটপাড়া পুরসভার চেয়ারম্যান থাকাকালীন অর্জুন সিং যা যা দুর্নীতি করেছেন সেইগুলো সব সামনে আসছে। উনি মিথ্যে যুক্তি খাঁড়া করে নিজেকে আড়াল করার চেষ্টা করছেন। তদন্ত কোন পথে যাবে সেটা তদন্তকারীদের দেখার বিষয়।"