শেষ আপডেট: 8th January 2025 16:25
দ্য ওয়াল ব্যুরো, হুগলি: গঙ্গাসাগরে যাত্রীদের সুবিধায় একাধিক ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানালেন পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। মেলার ক'দিন অতিরিক্ত বাস ও লঞ্চ চালাবে পরিবহণ দফতর।
গঙ্গাসাগর মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী। সাগরে পুণ্যস্নান হবে ১৪ জানুয়ারি। তবে ইতিমধ্যেই ভিড় বাড়ছে মেলা প্রাঙ্গনে। বুধবার স্নেহাশিস চক্রবর্তী জানান, যাত্রীদের জন্য এবার বাস বাড়ানো হয়েছে। বাড়ছে লঞ্চ পরিষেবা। দুর্ঘটনা এড়িয়ে নিরাপদে যাত্রী পারাপারের জন্য ভেসেলে লাগানো হবে ফগ লাইট।
পরিবহণ মন্ত্রী বলেন,এবার থেকে প্রতিদিন ২২৫০ টি করে বাস চলবে। ৩২ টি ভেসেল ও ১০০ টি লঞ্চও দেওয়া হয়েছে।গতবছর তিনটে বার্জ ছিল। এবার বাড়িয়ে দশটি করা হয়েছে। যাতে করে একসঙ্গে দু'আড়াই হাজার মানুষ পার হয়ে যেতে পারবেন। ২১ টি জেটি করা হয়েছে। যেখান দিয়ে পারাপার করতে পারবেন মানুষ। কচুবেড়িয়া থেকে মেলা প্রাঙ্গন পর্যন্ত আড়াইশো বাসকে পারমিশন দেওয়া হয়েছে।
মন্ত্রী জানান, ওয়াটার অ্যাম্বুলেন্স,এয়ার অ্যাম্বুলেন্স এবং হেলিকপ্টারের মাধ্যমে কেউ অসুস্থ হলে রেসকিউ করে কলকাতার হাসপাতালে নিয়ে আসার ব্যবস্থা করা হচ্ছে। গত বছর ১৩ জনকে হেলিকপ্টারে উদ্ধার করা হয়েছিল।
এবার আরও অনেক ভাল ব্যবস্থা পাবেন যাত্রীরা। বাবুঘাট থেকে কচুবেড়িয়া সেখান থেকে মেলা এক টিকিটেই যাওয়ার ব্যবস্থাও করা হচ্ছে।
তিনি বলেন, "কুয়াশার সময় ভেসেল পারাপার করতে খুব সমস্যা হয়। এবার আমরা ফগ লাইটের ব্যবস্থা করছি।ইন্টারনেটেরও একটা সমস্যা থাকে। সরকার কথা বলছে বিভিন্ন টেলিকম নেটওয়ার্কের সাথে যাতে ইন্টারনেটটা ঠিক মতো কাজ করে।"